মেদিনীপুর 12 মে: "নতুন কবিতা আমরা হয়তো বুঝতে পারছি না, যাঁরা বুঝতে পেরেছেন তাঁরা পুরস্কার দিয়েছেন ৷" মুখ্যমন্ত্রীকে বাংলা আকাদেমির বিশেষ সম্মান প্রদান প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ বৃহস্পতিবার মেদিনীপুর শহরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন মেদিনীপুরের সাংসদ ৷ এদিন আইন-শৃঙ্খলা ইস্যুতেও রাজ্যকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ ৷ জঙ্গলমহল ও পশ্চিম মেদিনীপুরের অন্যান্য প্রান্তের বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে এদিন দলীয় বৈঠক করেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ৷
আরও পড়ুন : বাংলা নিয়ে হাল ছাড়ছেন না পদ্ম নেতারা, শিগগিরই আসছেন নাড্ডা
বুধবার রাতে খড়গপুরে গুলি চালনার ঘটনা ঘটে, ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন ৷ গ্রেফতার হয়েছে 2 জন ৷ অভিযোগ, খড়গপুরে গত কয়েক মাসে 8-10টি গুলি চালনার ঘটনা ঘটল ৷ ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন (Dilip Ghosh criticises Police on Law and Order issue), "জেলায় সেই সমস্ত পুলিশ অফিসারদের পাঠানো হয়েছে, যাঁরা ইলেকশন জেতাবে ।
পুরস্কার পাওয়া নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের আইন-শৃঙ্খলা সামলাতে পারবে না ৷ আর তাই হচ্ছে । কথায় কথায় গুলি চলছে ৷ পুলিশ কী করছে? কেবল মাত্র আমাদের ভয় দেখানোর জন্য পুলিশ আছে ।" অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী করার যে গুঞ্জন তৃণমূলের অন্দরে শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল ঠিক করুক,কাকে মুখ্যমন্ত্রী করবে । আসল কথা হল ওরা মমতাকে সরাতে চাইছে ।"