মেদিনীপুর, 31 জুলাই: চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে দেখা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) । আর এই নিয়েই সমালোচনার ঝড় ওঠে বিরোধী শিবিরের পক্ষ থেকে ৷ অনেকে নেতা-নেত্রীই প্রশ্ন তুলেছেন অভিষেকের এক্তিয়ার নিয়ে ৷ এবার বিজেপি নেত্রী ভারতী ঘোষ(BJP leader Bharati Ghosh)অভিষেকের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ করলেন(Bengal SSC scam issue) ৷
তিনি রবিবার বলেন, "দীর্ঘদিন আমরণ অনশনে বসে থাকা এসএসসি প্রার্থীদের দাবি দাওয়া নিয়ে আলোচনা হতেই পারে ৷ তবে তা হবে সম্পূর্ণ শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে । এই আলোচনা কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হতে পারে না । কারণ অভিষেক নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তিনি একটি সাংগঠনিক পদে রয়েছেন । তিনি সরকারে অংশ নন ।"