ঘাটাল, 16 নভেম্বর: গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা (Ghatal Woman Molested) ও প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে । এই ঘটনায় ঘাটাল (West Midnapore News) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও এই অভিযোগ মিথ্যে বলে দাবি অভিযুক্ত বিজেপি কর্মীর মায়ের (BJP leader allegedly molests woman)৷
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার মনোহরপুর 1নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা । এক গৃহবধুর অভিযোগ, গ্রামেরই এক বিজেপি কর্মী শীতল বাঙ্গাল তাঁকে মাঠে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ৷ এমনকী ওই মহিলাকে প্রাণে মারারও চেষ্টা করা হয় বলে অভিযোগ । কোনও রকমে পালিয়ে রক্ষা পান ওই মহিলা ।
অভিযুক্ত শীতল বাঙ্গাল এলাকায় তামার কারিগর হিসেবে পরিচিত । অভিযোগকারী মহিলা শীতল বাঙ্গালের কাছেই দীর্ঘদিন ধরে তামার কাজ করতেন ৷ কিন্তু মাঝেমধ্যেই শীতল ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ । কিন্তু তিনি তা মেনে নেননি ৷ বরং তিনি শীতলের কাজ ছেড়ে দেন ৷ তারপরেও নাকি ওই বিজেপি কর্মী মহিলার পিছু ছাড়েননি ।