মেদিনীপুর 10 ই মার্চ :বিজেপির জয়ে খুশির হাওয়া জঙ্গলমহলে। চার রাজ্যের বিজেপির ভাল ফল করায় আবির মেখে মিষ্টিমুখ করে উল্লাস বিজেপি নেতা-কর্মীদের।
পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে জয়জয়কার বিজেপির। বিশেষ করে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় থাকতে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ আর তাতেই দেশজুড়ে উল্লাস বিজেপি কর্মীদের। সেই উল্লাসের বেশ কিছু ছবি ফুটে উঠল জঙ্গল মহল জেলা পার্টি অফিসে। বিজেপি নেতা কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন এবং গেরুয়া আবির মেখে তাঁরা অভিনন্দন জানান একে অপরকে (BJP Celebration In Jungle Mahal Party Office)।
2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বেশ কিছুটা গুটিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। জেলা এবং রাজ্যের নেতা-কর্মীদের একটা বড় অংশ দলে দলে বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিতে থাকে। সম্প্রতি জয়প্রকাশ মজুমদার ও জয় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা তৃণমূলে যোগদান করেন।