পশ্চিমবঙ্গ

west bengal

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 5:40 PM IST

ETV Bharat / state

Durga Puja 2023: বাইক মেকানিক প্রসেনজিতের ভাস্কর্যে চমক ! পেন্সিলের শিসে ছোট্ট মা দুর্গা

পেন্সিলের শিসের উপর ছোট্ট দশভুজা ৷ লম্বায় মাত্র 4.5 মিমি ৷ এই অসাধ্য সাধন করে নজর কেড়েছেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী প্রসেনজিৎ কর ৷

ETV Bharat
প্রসেনজিতের তৈরি পেন্সিলের শিসে মা দুর্গা

পশ্চিম মেদিনীপুরের বাইক মেকানিক প্রসেনজিৎ করের তৈরি ছোট্ট দুর্গা প্রতিমা

কেশপুর, 15 অক্টোবর: হাতে গোনা আর মাত্র ক'দিন ৷ তারপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ! আর এই উৎসবের প্রাক্কালে পেন্সিলের শিসে সবথেকে ছোট দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন পশ্চিম মেদিনীপুরের শিল্পী প্রসেনজিৎ কর ৷ তিনি পেশায় বাইক মেকানিক ৷ কাজের মধ্যে এই শখ মেটাতে সময় বের করে নেন ৷

কেশপুর ব্লকের রানীয়ড় গ্রামের বাসিন্দা এই শিল্পী বিশ্বের ক্ষুদ্রতম দুর্গাপ্রতিমা তৈরির চেষ্টা করেছেন । তাঁর তৈরি মিনি দুর্গার দৈর্ঘ্য 4.5 মিমি ৷ এর আগেও প্রসেনজিৎ এই রকমই ক্ষুদ্র দুর্গা প্রতিমা বানিয়েছিলেন, যার দৈর্ঘ্য ছিল 5.5 মিমি ৷

যে কোনও জিনিসের ক্ষুদ্রতম সংস্করণ তৈরির চেষ্টা করেন প্রসেনজিৎ ৷ কখনও পালকের মধ্যে, কখনও পেন্সিলের শিসের উপর, কখনও বা চকের উপর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভাস্কর্য তৈরি করেছেন তিনি ৷ এর আগেও ক্ষুদ্রতম দুর্গা তৈরির চেষ্টা করেছিলেন শিল্পী ৷ সেই দুর্গা প্রতিমা হয়েছিল পেন্সিলের শিসের উপর ৷ এবারে তৈরি দুর্গা প্রতিমা আগের থেকেও ক্ষুদ্র ৷

ক্ষুদ্র হলেও এই দুর্গা তৈরিতে সময় লেগেছে প্রায় 16 ঘণ্টা ৷ দিন-রাত এক করে সূক্ষ্ম এই কাজ করেছেন শিল্পী প্রসেনজিৎ কর ৷ তিনি বলেন, "আমি 2019 সালে বিশ্বের ক্ষুদ্রতম দুর্গা তৈরির চেষ্টা করেছিলাম ৷ সেটি 5.5 মিমি লম্বা ছিল ৷ এর জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে আমায় সম্মানিত করে ৷"

তিনি আরও জানান, ওই দুর্গা প্রতিমা একেবারেই কাঁচা হাতের কাজ ছিল ৷ তখন সবে পেন্সিলের কাজ শিখছেন তিনি ৷ এই প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, "আমার কাজের পরিচিতির শুরুটাও হয়েছিল ওখান থেকেই । তবে পেন্সিলের ওপর কার্ভিং করাটা একটা কঠিন কাজ ৷ তার ওপর দশভুজা দুর্গা ৷ কাজটা বেশ চ্যালেঞ্জের ৷ আমি একজন বাইক মেকানিক ৷ অবসর সময় বলতে ওই রাত 11টার পর ৷ রাতে 16 ঘণ্টা জেগে ওইটুকু জায়গার মধ্যে কার্ভিং করেছি ৷ একটুখানি ভুল হলেও কোনও ক্ষমা নেই ৷" মণ্ডপে এই দুর্গা না থাকলেও ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা নির্মাণ করে ব্যাতিক্রম শিল্পের পরিচয় দিলেন প্রসেনজিৎ৷

আরও পড়ুন: মহালয়ায় খুলে গেল মণ্ডপ, দেবীপক্ষের শুরুতেই শ্রীভূমির ডিজনিল্যান্ডে মানুষের ঢল

ABOUT THE AUTHOR

...view details