ডেবরা, 26 ফেব্রুয়ারি: ডেবরা অডিটোরিয়াম হলের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত 1 NVF পুলিশ কর্মী৷ গুরুতর আহত দুই বাইকের বাকি 4 জন৷আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে৷
মঙ্গলবার বিকেলে বালিচকের দিক থেকে ডেবরা থানার তিন পুলিশকর্মী একটি বাইকে দ্রুত গতিতে ডেবরা বাজারের দিকে যাচ্ছিলেন, একই সময় উল্টোদিক থেকে আসছিল একটি বাইক৷ যেটি বালিচকের দিকে যাচ্ছিল৷ এই বাইকটিতে ছিল চালক ও একজন আরোহী৷ ডেবরা অডিটোরিয়াম হলের সামনে পুলিশ কর্মীদের বাইকটি সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা বাইকটিতে৷ প্রত্যক্ষদর্শীদের মতে ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে দুই বাইকের পাঁচজন কমপক্ষে সাত ফুট দূরে ছিটকে পড়েন৷