পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bikash Ranjan Bhattacharya: 'তৃণমূল নেতারা বাড়িতে অস্ত্র মজুত করে রাখছেন', তোপ বিকাশের - TMC Arms Import Group says

শাসক দলের নেতাদের বাড়িতে অস্ত্র মুজত রাখা আছে বলে অভিযোগ করলেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) । বাংলার বিভাজনও বন্ধ করা যাবে বলে মন্তব্য করেন তিনি ।

Bikash Ranjan Bhattacharya
ঘাটালে বামপন্থী নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

By

Published : Nov 21, 2022, 9:50 AM IST

ঘাটাল, 21 নভেম্বর: "পুলিশ যদি একদিনে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে রেড করে, তাহলে প্রত্যেকের বাড়ি থেকে প্রচুর অস্ত্র ও বেআইনি টাকা উদ্ধার হবে ।" পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বরদা চৌকানে অনুষ্ঠিত একটি সমাবেশে এসে এমনই বললেন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ৷

পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের সংগঠিত করতে এবং গ্রামগঞ্জে কর্মীদের চাঙ্গা করতে নেমে পড়েছে বামেরা । 'গ্রাম জাগাও, চোর তাড়াও' কর্মসূচিতে যোগ দিতে ঘাটালে আসেন তিনি ৷ সমাবেশ থেকে শাসকদলকে কটাক্ষ করতে গিয়ে অস্ত্র মজুর রাখা প্রসঙ্গে তিনি জানান, গোটা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে অস্ত্র মজুত করেছে । এইসব করে এতদিন ধরে এরা বামপন্থী কর্মীদের উপর ভয় দেখিয়েছে আর আজকে যখন বামপন্থী কর্মীরা ওদের ভয় ভেঙে বাড়ি থেকে বেরিয়েছে তখন ওদের নিজেদের মধ্যে মারামারি লেগে গেছে । তাই কে কত জমি দখল করবে, কে কত কাটমানি দখল করবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি লেগেছে । আর এখন বেরিয়ে পড়ছে সেই অস্ত্র ।

ঘাটালে বামপন্থী নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

আরও পড়ুন:বিজেপি সমর্থককে হুমকি দিয়ে বাড়িছাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাজ্যে বিভাজনের প্রস্তাব প্রসঙ্গে তিনি জানান, বঙ্গভঙ্গের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে তৃণমূল ও বিজেপি । ভোটের স্বার্থে তৃণমূল-বিজেপি উভয়েই মানুষকে ভুল বুঝিয়ে বিভাজন তৈরি করছে । এদিকে সিপিআইএমের গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও এই কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা চৌকানে সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ ।

ABOUT THE AUTHOR

...view details