পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"মমতা বাংলার গর্ব হলে গর্ভধারিণী বাংলা মায়ের মুখ লুকানো উচিত" - বিকাশ ভট্টাচার্য

বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন , "বাংলার গর্ব হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু , সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর , জ্যোতি বসুরা । কিন্তু যদি বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে বলতে হয় গর্ভধারিণী বাংলা তুমি লজ্জায় মুখ লুকাও ।"

Image
বিকাশ ভট্টাচার্য

By

Published : Mar 8, 2020, 6:56 PM IST

Updated : Mar 8, 2020, 11:13 PM IST

মেদিনীপুর , 8 মার্চ : সুদেব দাশগুপ্ত স্মারক বক্তৃতায় ''বাংলার গর্ব মমতা'' কর্মসূচি নিয়ে মমতাকে কটাক্ষ করলন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি জানান , বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু , সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর , জ্যোতি বসুরা । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গর্ব হলে গর্ভধারিণী বাংলা মায়ের মুখ লুকানো উচিত । পাশাপাশি রবীন্দ্রভারতীর অপসংস্কৃতির প্রসঙ্গেও মুখ খোলেন ।

মূলত, মেদিনীপুরের বিদ্যাসাগর হলে বামপন্থী গণসংগঠনগুলির তরফে আয়োজন করা হয়েছিল বাসুদেব দাশগুপ্ত স্মারক বক্তৃতা । আজ , সেই বক্তৃতায় বক্তব্য রাখেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য । সেই সভায় তিনি ভারতবর্ষের সম্প্রতি CAA ও NRC আইন নিয়েও বক্তব্য রাখেন । এই অনুষ্ঠান শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন । তিনি বলেন ,"বাংলার গর্ব হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, স্বামী বিবেকানন্দ । কিন্তু যদি বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় হন, তাহলে বলতে হয় গর্ভধারিণী বাংলা তুমি লজ্জায় মুখ লুকাও ।"

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

এরপর সম্প্রতি ঘটে যাওয়া রবীন্দ্রভারতীতে রবীন্দ্রনাথের গানের অপসংস্কৃতি নিয়ে প্রশ্ন করলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন," এখন গোটা দেশ জুড়ে একটা সাংস্কৃতিক অবনয়ন চলছে , সুস্থ সংষ্কৃতি বাদ দিয়ে একটা লুম্পেন কালচার তৈরি হয়েছে ,মমতা আসার পর এটা বেড়েছে । গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী যে ধরনের ভাষায় কথা বলেন , দেশের প্রধানমন্ত্রী মোদী যে ধরনের ভাষায় কথাবার্তা বলেন, তাতে নিচের মহলের লোকেরাও সেই কথাই বলবে । তারা যে ধরনের কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলেন, সেই ভাষায় কথা বলছে এখনকার তরুণ প্রজন্ম ।"

Last Updated : Mar 8, 2020, 11:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details