মেদিনীপুর, 21 ডিসেম্বর : CAA নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ' ইলেকশন গিমিক' করতে চাইছেন ৷ এমনই মন্তব্য ভারতী ঘোষের ৷ তাঁর কথায়, ''একদিকে সংখ্যালঘুদের উত্যক্ত করে ভাঙচুর করানো, অন্যদিকে বিল পাশের সময় সাংসদদের হুইপ জারি করে থাকতে না বলা, এসবে প্যানিকে আক্রান্ত হয়ে রাস্তায় নেমেছেন ৷ ''
আজ মেদিনীপুর জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ সেখানে সাংবাদিকদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমন মন্তব্য করেন ৷ তবে, আদালতের সামনে নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা ৷ তাই আদালতে না যেতে পেরে সদর মহকুমা শাসকের অফিসে গিয়ে হাজিরা দেন তিনি ৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "CAA নিয়ে সম্পূর্ণ অপপ্রচার করেন তৃণমূল নেত্রী ৷ একটা শ্রেণির মানুষকে উসকে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন ৷ একদিকে তিনি সাংসদদের না পাঠিয়ে বিলকে সমর্থন করে আইনে রূপান্তরিত করেছেন ৷ অপরদিকে, মুসলিম ভাইদের উসকানি দিয়ে অশান্তি সৃষ্টি করেছেন ৷ এটা এক ধরনের ইলেকশন গিমিক ৷ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2021-র বিধানসভা নির্বাচনে নিজের ক্ষমতা ধরে রাখার জন্যই এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছেন এবং নিজের কর্তৃত্ব কায়েম করতে চাইছেন ৷ যার কারণ হিসেবে এখনও পর্যন্ত একটাও FIR হয়নি ৷ দোষীদের শাস্তি হয়নি ৷ এমনকি, এখনও কোনও পুলিশ কড়া ব্যবস্থা নেয়নি ৷"
মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘকে CAA নিয়ে জানাবেন বলেছেন ৷ এবিষয়ে, ভারতী ঘোষের বক্তব্য, "এধরনের কথাবার্তা ধরনের কথাবার্তা সাধারণত পাকিস্তান বলে থাকে ৷ যখনই পাকিস্তানে কোনও কিছু ঘটে, তখনই পাকিস্তান রাষ্ট্রসংঘের কাছে আবেদন করে ৷ এই সংক্রান্ত বিষয়ে কিন্তু মনে রাখা দরকার ভারত সরকার একটি নির্বাচিত সরকার ৷ এখানে সংবিধান মেনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সরকার গঠিত হয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী , তিনি এই কথা বলতে পারেন না ৷ সাধারণত দেশদ্রোহীরা এই ধরনের কথা বলে থাকে, যা ভীষণ জাতীয়তাবাদবিরোধী বিবৃতি ৷ সংবিধান স্বীকৃত সরকার এবং সেই সরকারের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সংবিধানকে সম্মান করেন না, সরকারকে সম্মান করেন না, এই ধরনের মানুষ কীভাবে থাকতে পারে ৷ গত পঞ্চায়েত নির্বাচনে এত মানুষ খুন হল, এত মানুষ জখম হল, সরকারি সম্পত্তি নষ্ট হল, উনি তো রাষ্ট্রসংঘে গণভোটের কথা বলেননি ৷ যখন এই ঘটনার জেরে এত গাড়ি ভাঙচুর হল সরকারি সম্পত্তি লুট হল, উনি তো এখনও পর্যন্ত একটাও FIR করেননি ৷"
প্যানিকে আক্রান্ত হয়ে রোজ রাস্তায় নামছেন মমতা, কটাক্ষ ভারতী ঘোষের ভারতী ঘোষ অতীতে ধর্মের ভিত্তিতে দেশভাগের কথা স্মরণ করিয়ে দেন ৷ জানান, সেই সময় কথা হয়েছিল যে যার দেশে সংখ্যালঘু সে দেশে সংখ্যালঘু মানুষদের রক্ষা করবে এবং সমমর্যাদা দেবে কিন্তু তা কি হয়েছে ৷ দেখুন বাংলাদেশ, পাকিস্তানসহ বিভিন্ন জায়গায় কীভাবে সংখ্যালঘু হিন্দুরা শোষিত, নিপীড়িত ,অত্যাচারিত হয়েছে, এই নিয়ে বেশ কিছু প্রমাণ তিনি তুলে ধরেন সাংবাদিকদের কাছে ৷