পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে দেওয়ালে পদ্মফুল আঁকলেন ভারতী ঘোষ - বিজেপি

দেওয়াল লিখছিল সিপিএম ৷ সেই সময় সেখানে হাজির হন বিজেপির ভারতী ঘোষ ৷ সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে তিনি বিজেপির প্রতীক পদ্মফুল আঁকলেন ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় পশ্চিম বুথে ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

By

Published : Jun 28, 2023, 8:24 PM IST

Updated : Jun 28, 2023, 11:05 PM IST

সিপিএমের দেওয়ালে বড় করে আঁকলেন বিজেপির পদ্মফুল

দাসপুর, 28 জুন: পঞ্চায়েত ভোটের প্রচারে বেরিয়ে সিপিএমের দেওয়াল লেখার সময়ই দাঁড়িয়ে পড়লেন বিজেপির ভারতী ঘোষ । রীতিমতো তুলি হাতে সিপিএমের দেওয়ালে বড় করে আঁকলেন বিজেপির পদ্মফুল । যদিও এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সিপিএম । তাদের বক্তব্য, এটা দোষের কিছু দেখতে পাচ্ছি না । যদিও ভারতী ঘোষ বলেন, ‘‘সিপিএমের 34 বছরের অপশাসন চলে গিয়েছে ৷ মানুষ যাকে ভালো মনে করবেন, তাঁকেই ভোট দেবে ।’’

বুধবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর-1 ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের কলমিজোড় পশ্চিম বুথে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছিলেন ভারতী ঘোষ । সেই সময় ওই এলাকায় চলছিল সিপিএমের দেওয়াল লিখনের কাজ । ওই এলাকাতেই প্রচারে যাওয়ার সময় সেই সিপিএমের দেওয়ালেই রং-তুলি দিয়ে পদ্মফুল আঁকলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ । রীতিমতো সিপিএম নেতার হাত থেকে তুলি নিয়ে নিজে হাতেই কাস্তে হাতুড়ির পাশে পদ্মফুল আঁকলেন তিনি ৷

আর এতেই শুরু জোর রাজনৈতিক চর্চা । এই ঘটনায় কলমিজোড় পশ্চিম বুথের সিপিএমের সম্পাদক শেখ লিয়াকত আলি অবশ্য বলেন, ‘‘এতে তো অন্যায়ের কিছু দেখছি না । পাশাপাশি দেওয়াল লিখুক না । তৃণমূলের দুর্নীতি সন্ত্রাস ঠেকাতে সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাই যে যার মতো করে লড়াই করছে ।’’

ভারতী ঘোষ অবশ্য বলেন, ‘‘সিপিএমের বিজেপির দেওয়াল বলে কিছু নেই । দেওয়াল মানুষের । মানুষ যাঁকে ভালো বুঝবেন, তাঁকেই ভোট দেবে ।’’ পাশাপাশি 34 বছরের সিপিএম রাজত্ব ও বর্তমান তৃণমূল সরকারের অপশাসনের অভিযোগ তুলে উভয়কেই কটাক্ষ করেন ভারতী ঘোষ । তিনি বলেন, ‘‘34 বছর সিপিএম কিছু দেয়নি ৷ অপরদিকে এই 25 বছর সিপিএম ও তৃণমূল কংগ্রেস কিছুই উন্নয়ন করেনি এলাকায় । শুধু টাকা মেরে দিয়েছে এখানকার তৃণমূল নেতারা ।’’

আরও পড়ুন:5 বছর একসঙ্গে পঞ্চায়েত পরিচালনা তৃণমূল ও সিপিএমের, এবার একাই জিততে মরিয়া দুইপক্ষ

Last Updated : Jun 28, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details