পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমাকে মিথ্যা কেস দিয়ে নিজেরা আসল সোনা কেসে ফেঁসে গেছে : ভারতী - লোকসভা নির্বাচন 2019

CID-র নোটিশকে উপেক্ষা করেই আজ ভারতী ঘোষ নির্বাচনী প্রচারে বের হন । তিনি প্রচারে বেরিয়ে বলেন, "ভারতী ঘোষকে একটা মিথ্যা কেস দিয়ে, যারা আসল সোনা নিয়ে ডিল করে তারা ফেঁসে গেছে। এখন তদন্ত হচ্ছে । কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে ।"

ভারতী ঘোষ

By

Published : Apr 20, 2019, 11:19 PM IST

Updated : Apr 20, 2019, 11:58 PM IST

ঘাটাল, 20 এপ্রিল : CID-র নোটিশকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচার সারলেন ঘাটাল লোকসভাকেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ । আজ সকালে দাসপুর ও ঘাটালে প্রচার করেন তিনি ।

শুনুন বক্তব্য

গতকাল সকাল থেকে সন্ধে পর্যন্ত টানা সাড়ে আট ঘণ্টা CID জেরা করে ভারতীকে । আজও CID-র তরফে তাঁকে জিজ্ঞাসাবাদের কথা ছিল । কিন্তু তা হয়নি । 22 তারিখ সকাল 10 টায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি যাবে CID । এই নোটিশ ভারতীকে দেওয়া হয়েছে । নির্বাচনী প্রচারের জন্য গতকালই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করার কথা বলেছিলেন ভারতী । কিন্তু এই নোটিশে CID-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে যখন বলা হবে তখনই তাদের সামনে হাজির হতে হবে না হলে সুপ্রিম কোর্টে জানানো হবে । তিনি পালটা অভিযোগও করেন, এতে তাঁর নির্বাচনী প্রচারে বাধা পড়ছে । এইসব উপেক্ষা করেই তিনি আজ প্রচারে বের হন ।

প্রচারে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন, "ধর্মের কল বাতাসে নড়ে । যে অন্যায় করে তার ফল তাকে এই জীবনেই মিটিয়ে যেতে হয় । আজ যারা আমাকে একটা মিথ্যা সোনা কেস দিয়েছে তারা একটা আসল সোনা কেসে ফেঁসে গেছে । আজ কাস্টমস ডাকছে, সুপ্রিম কোর্ট অবজ়ারভেশন পাশ করছে । এটা অনেক দূর পর্যন্ত যাবে । আসল সোনা নিয়ে যারা ডিল করে তারা আজ ফেঁসে গেছে। আজকে তদন্ত হচ্ছে । কয়েকদিনের মধ্যেই সত্যটা বেরোবে ।"

Last Updated : Apr 20, 2019, 11:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details