পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘাটালে ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর - bjp

ঘাটালে ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর।

এই গাড়ি ভাঙচুর করা হয়

By

Published : Mar 31, 2019, 10:32 AM IST

Updated : Mar 31, 2019, 11:26 AM IST

ঘাটাল, ৩১ মার্চ : ঘাটালের BJP প্রার্থী ভারতী ঘোষের গাড়ি ভাঙচুর। অভিযোগ, প্রচার শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করে। মারধর করা হয় ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট অয়ন দণ্ডপাটকে।

শুনুন বক্তব্য

গতকাল সন্ধ্যায় প্রচার শেষে সরবেড়িয়া থেকে ভারতী ঘোষসহ অন্যরা ফিরছিলেন। অভিযোগ, দাসপুরের জয়কৃষ্ণপুরের বাজারের কাছে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকায়। গাড়ি থেকে নেমে ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট অয়ন দণ্ডপাট জিজ্ঞাসা করেন কেন গাড়ি আটকানো হয়েছে ? এরপরই দুষ্কৃতীরা জানায় যে এই রাস্তা দিয়ে তারা কোনও BJP কর্মীর গাড়ি যেতে দেবে না। গাড়িতে হামলাও চালায়। ইট দিয়ে গাড়ির সামনের কাচ ভেঙে দেয়। লাঠি দিয়ে মারধর করা হয় অয়নকে। কোনওক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন ভারতী, অয়নসহ অন্যরা। পরে বিষয়টি নিয়ে দাসপুর থানায় অভিযোগ করেন ভারতী ঘোষ। অভিযোগ দায়ের করেন নির্বাচন কমিশনেও। পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ যাতে হয় তার আবেদনও জানিয়েছেন ভারতী।

Last Updated : Mar 31, 2019, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details