ঘাটাল, 18 এপ্রিল : "তৃণমূল আমাকে ভয় পেয়েছে। তাই মনোনয়নপত্র পেশে বাধা দিতে চাইছে ওরা। বেছে বেছে মনোনয়ন পেশের দিন CID ডেকেছে আমাকে।" মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এসে আজ মনোনয়ন জমা দিয়ে একথা বলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষ।
মনোনয়নে বাধা দিতেই CID-র তলব : ভারতী - election
দু'দিন আগে ভারতী ঘোষণা করেছিলেন 18 এপ্রিল মনোনয়ন জমা দেবেন। ভারতীর অভিযোগ, সেই ঘোষণার পর থেকেই তৃণমূল তাঁকে আটকাতে উঠে পড়ে লেগেছে।
দু'দিন আগে ভারতী ঘোষণা করেছিলেন 18 এপ্রিল মনোনয়ন জমা দেবেন। ভারতীর অভিযোগ, সেই ঘোষণার পর থেকেই তৃণমূল তাঁকে আটকাতে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, "আমাকে CID প্রথম যে চিঠিটা পাঠিয়েছিল, তাতে লেখা ছিল 18 তারিখ তারা এসে আমার সঙ্গে মামলা সংক্রান্ত কথা বলবে। মামলাটা 14 মাস পুরনো। এত দিন কোনও নোটিশ ওরা পাঠাল না। এখন 14 মাস পরে হঠাৎ CID-র মনে হল ভারতী ঘোষ যেদিন মনোনয়ন জমা দিতে যাবে সেদিন জিজ্ঞসাবাদ করার প্রয়োজন আছে।"
নির্বাচনে রাজ্যের পরিস্থিতি নিয়ে ভারতী বলেন, "সবাই একই কথা জিজ্ঞাসা করছে। মানুষের প্রশ্ন তারা ভোট দিতে পারবে তো? বাড়ি বাড়ি ঢুকে ভয় দেখাচ্ছে। বাইকবাহিনী বেরোচ্ছে। মারছে। কেশপুরে রক্তাক্ত অবস্থা। পাঁশকুড়াও তাই। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের কোনও হেলদোল দেখছি না।"