পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ - পশ্চিম মেদিনীপুর

বিজেপির ভিতরে অশান্তি পাকানোর চেষ্টা চলছে ৷ বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এর পিছনে তৃণমূল থেকে আসা এবং বিজেপির অনেক নেতা কর্মী যুক্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷

Betrayal is in The BJP and They Find Them Says Dilip Ghosh in West Medinipur
বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

By

Published : Nov 1, 2021, 4:01 PM IST

পশ্চিম মেদিনীপুর, 1 নভেম্বর : রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এবার দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুরে বিজেপির এক কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করলেন, বিজেপির মধ্যে এমন বহু নেতা কর্মী রয়েছেন, যাঁরা ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন এবং এখনও দলের মধ্যে অশান্তি করার চেষ্টা করছেন ৷ তাঁর হুঁশিয়ারি সেই সব নেতা কর্মীদের খুঁজে বের করে বিজেপি থেকে বের করা হবে ৷

তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর এক এক করে বিজেপি বিধায়করা শাসকদলে গিয়ে যোগ দিচ্ছেন ৷ এরই মধ্যে বিধানসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল ত্রিপুরায় অভিষেকের জনসভায় ফের তৃণমূলের পতাকা হাত তুলে নেন ৷ এর আগে মুকুল রায়-সহ বহু শীর্ষ বিজেপি নেতা তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ তার পর থেকেই একের পর এক ভাঙন শুরু হয় বিজেপিতে ৷ এমনকি গতকাল ফের একবার তৃণমূলে ফিরে রাজীব অভিযোগ করেছেন, বিজেপির তরফে তাঁকে ভুল বোঝানো হয়েছিল ৷ আর সেটা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ৷

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবকে নিয়ে ক্ষতিই হয়েছিল বিজেপি'র, প্রতিক্রিয়া পদ্ম শিবিরের

আর রাজীবের বিজেপি ছাড়ার পরেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্ব ৷ বিশেষ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি জানান, এ সব দালালদের দল থেকে তাড়াতে হবে, যাঁরা সুযোগ সুবিধার জন্য এসেছিল ৷ এ দিন পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষ বলেন, ‘‘অনেকদিন ধরেই বিজেপির মধ্যে বেশ কিছু লোকজন অশান্তি তৈরির চেষ্টা করছে ৷ আর তার পিছনে বিজেপিরই কয়েকজন নেতা ও কর্মীর হাত রয়েছে ৷’’ তাঁদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ৷ এ নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়, সেই নেতা-কর্মীরা কি তৃণমূল থেকে আসা ? যার জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া লোকজন যেমন রয়েছেন ৷ তেমনি বিজেপির বহু নেতা কর্মীও সেই তালিকায় রয়েছেন ৷’’

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের

ABOUT THE AUTHOR

...view details