পশ্চিম মেদিনীপুর, 1 নভেম্বর : রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এবার দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ পশ্চিম মেদিনীপুরে বিজেপির এক কর্মসূচিতে গিয়ে দিলীপ ঘোষ অভিযোগ করলেন, বিজেপির মধ্যে এমন বহু নেতা কর্মী রয়েছেন, যাঁরা ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করেছেন এবং এখনও দলের মধ্যে অশান্তি করার চেষ্টা করছেন ৷ তাঁর হুঁশিয়ারি সেই সব নেতা কর্মীদের খুঁজে বের করে বিজেপি থেকে বের করা হবে ৷
তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর এক এক করে বিজেপি বিধায়করা শাসকদলে গিয়ে যোগ দিচ্ছেন ৷ এরই মধ্যে বিধানসভা ভোটের ঠিক আগে বিজেপিতে যাওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় গতকাল ত্রিপুরায় অভিষেকের জনসভায় ফের তৃণমূলের পতাকা হাত তুলে নেন ৷ এর আগে মুকুল রায়-সহ বহু শীর্ষ বিজেপি নেতা তৃণমূলে ফিরে গিয়েছেন ৷ তার পর থেকেই একের পর এক ভাঙন শুরু হয় বিজেপিতে ৷ এমনকি গতকাল ফের একবার তৃণমূলে ফিরে রাজীব অভিযোগ করেছেন, বিজেপির তরফে তাঁকে ভুল বোঝানো হয়েছিল ৷ আর সেটা তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ৷