মেদিনীপুর, 13 এপ্রিল : নির্বাচনী প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ৷ সেখানে কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন তাঁরা ৷
ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া ও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মন্তব্য় করায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করে কমিশন ৷ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেন মমতা ৷ এবং তাঁকে অনুসরণ করে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের পক্ষ থেকে ধর্না মঞ্চ করা হয় ৷ সেই মঞ্চে অবস্থান করেন তৃণমূলের জেলা নেতারা। মঞ্চে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি প্রাক্তন বিধায়ক দীনেন রায়, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মানস ভুঁইয়া, যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, সৌরভ বসু প্রমুখ।