দাসপুর, 1 এপ্রিল : নির্বাচনের দিন উত্তপ্ত হল দাসপুর ৷ আক্রান্ত এক বিজেপি কর্মী ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার ৷
ঘটনার সূত্রপাত, গতকাল রাতে দলীয় পতাকা ছেড়াকে কেন্দ্র করে ৷ তৃণমূল তাদের দলীয় পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে । আজ সায়ন আলু নামে এক বিজেপি কর্মী ভোট দিয়ে বাড়ি ফেরার সময় পতাকা ছেড়ার ঘটনা নিয়ে তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা বাধে ৷ দাসপুরে সোনামুই হাইস্কুল 266 নং বুথের বাইরে সায়নের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । বিজেপি কর্মীর অভিযোগ, তৃণমূলের তিন-চারজন তাঁকে বাঁশ, লাঠি দিয়ে মারতে থাকে ৷ তাঁকে কিল-চড় মারা হয় ৷ প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তাঁকে ৷ দাসপুর হাসপাতালে বিজেপি কর্মীকে ভর্তি করা হয় । ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী । ঘটনার জেরে এক তৃণমূল কর্মীকে আটক করে দাসপুর থানার পুলিশ ।