পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির লড়াই ফেসবুক-টুইটারে, আমাদের মাঠে-ময়দানে; মোদিকে নিশানা অভিষেকের - TMC

দাসপুর থেকে বিজেপিকে অভিষেকের হুঁশিয়ারি, বহিরাগতদের বাংলা ছাড়া করব ৷ 2 মে পদ্মফুল চোখে সরষেফুল দেখবে ৷

মোদিকে নিশানা অভিষেকের
মোদিকে নিশানা অভিষেকের

By

Published : Mar 20, 2021, 4:35 PM IST

দাসপুর, 20 মার্চ : এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ দাসপুরের সভা থেকে মোদিকে আক্রমণ করে বলেন, "মোদিজি হোয়াটসঅ্যাপ, ফেসবুকের খবর রাখেন ৷ কিন্তু, অনাহারে মৃত্যুর খবর রাখেন না ৷ " সেইসঙ্গে তিনি জানিয়ে দিলেন বিজেপির লড়াইটা ফেসবুক- হোয়াটসঅ্যাপে ৷ আর তৃণমূলের লড়াইটা মাঠে-ময়দানে ৷

গতকাল রাতে বেশ কিছুক্ষণের জন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক পরিষেবা বন্ধ হয়ে যায় ৷ এই নিয়ে আজ খড়হপুরে নরেন্দ্র মোদি তৃণমূলকে আক্রমণ করে বলেন, "গতকাল রাতে 50 থেকে 55 মিনিট হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ডাউন হয়ে গিয়েছিল ৷ তাতেই মানুষ অধীর হয়ে উঠেছিলেন ৷ আর বাংলায় তো 50 বছর ধরে বিকাশ, বিশ্বাস, স্বপ্ন ডাউন হয়ে গিয়েছে ৷ এই পরিপ্রেক্ষিতে আজ নরেন্দ্র মোদিকে নিশানা করে বলেন, বিজেপি দলিত মেয়ের মৃত্যুর খবর রাখেন না ৷ অনাহারে মৃত্যুর খবর রাখেন না ৷ ফেসবুক-হোয়াটসঅ্যাপ রয়েছে বিজেপির ৷ " হুঁশিয়ারি দিয়ে বলেন, "বহিরাগতদের বাংলা ছাড়া করব ৷ 2 মে পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখবে ৷"

আরও পড়ুন, মেদিনীপুরের আপদ বিদায়ে স্বস্তির নিঃশ্বাস নেত্রীর

তিনি আরও বলেন, " বিজেপির উন্নয়ন মানে কৃষক আত্মহত্যা, নারী নির্যাতন , দলিতদের শোষণ ৷ নোটবন্দির সময় 50 দিন সময় চেয়েছিলেন ৷ কিন্তু, পাঁচ বছরেও কিছু করতে পারেননি ৷ আর তৃণমূল মানুষের মধ্যে থেকে কাজ করছে ৷ " একইসঙ্গে মোদির সাত বছরের রিপোর্ট কার্ড নিয়ে সওয়াল করেন ৷ বলেন, তৃণমূল সরকার 10 বছরের রিপোর্ট কার্ড তুলে দিয়েছে । মোদির 7 বছরের রিপোর্ট কার্ড কোথায়? বিতর্কে যোগ দিয়ে বিতর্কে 10-0 গোলে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details