দাসপুর, 26 সে মার্চ : দাসপুরের সভা থেকে নরেন্দ্র মোদি ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, যারা কৃষকদের নির্যাতন করে সেই হোদল কুতকুতের সরকারের আর দরকার নেই ।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি সভাতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে দাসপুর, এরপর ডেবরা ও খড়গপুরে সভা করেন তৃণমূল নেত্রী । প্রথমে দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভূঁইয়ার সমর্থনে প্রচারসভা করেন মমতা । সেখানে বিজেপি, মোদি ও বিজেপি নেতা-কর্মীদের তুলোধোনা করেন তিনি । বলেন, এক বছর হয়ে গেল কৃষকরা আন্দোলন করছেন । কৃষকরা যাতে রাস্তায় বেরোতে না পারে তার জন্য রাস্তায় পেরেক পুঁতে দেওয়া হয়েছে । এই রকম নির্যাতন করছে নরেন্দ্র মোদি ও হোঁদল কুতকুতের সরকার ।
শুনুন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও পড়ুন: মাথার স্ক্রু ঢিলা আছে, মোদিকে আক্রমণ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি নারী বিদ্বেষী, মেয়েদের যা না তাই বলে, এমনকী মা দুর্গাকেও গালগাল দেয় । বীরসা মুণ্ডা, বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেত তৃণমূল সুপ্রিমো ৷ প্রতিশ্রুতি দেন, আরও দশ লাখ সেল্ফ হেল্প গ্রুপ তৈরি করা হবে ৷ পঁচিশ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে ।
মমতার কটাক্ষ, ঘরের লক্ষ্মীর ভাড়ারও কেড়ে নিয়েছে মোদির নোটবন্দী ৷ বলেন, আমরা একটা সামাজিক সুরক্ষা প্রকল্পের পরিকল্পনা করেছি ৷ বাড়ির মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডরের ব্যবস্থা করব ৷ মহিলাদের হাত খরচের জন্য মাসে পাঁচশ টাকা করে দেব ৷ তপশিলি জাতিভুক্তদের হাজার টাকা করে দেওয়া হবে ৷