কেশপুর, 1 এপ্রিল: ভোটের আগেই খুন ৷ কেশপুরে মৃত্যু হল তৃণমূল কর্মীর ৷ ঘটনায় অভিযুক্ত বিজেপি ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন ৷
কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি - died TMC activist in Keshpur
তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ওই তৃণমূল কর্মী যখন নিজের বাড়িতে ভাত খাচ্ছিলেন সেই সময় আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় ৷ আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় উত্তম দলুইয়ের ৷
murder-before-the-vote-died-tmc-activist-in-keshpur
কেশপুর ব্লকের এর 4 নম্বর অঞ্চলের দাদপুর গ্রামের হরিহর চকের বাসিন্দা তৃণমূল কর্মী উত্তম দলুই ৷ তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে ওই তৃণমূল কর্মী যখন নিজের বাড়িতে ভাত খাচ্ছিলেন সেই সময় আচমকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় ৷ ছুরি দিয়ে পেটে আঘাত করা হয় উত্তমকে । এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । আজ সকালে হাসপাতালে মৃত্যু হয় উত্তম দলুইয়ের ৷
এই ঘটনায় কেশপুর থানার পুলিশ এখনও অবধি 8 জনকে গ্রেফতার করেছে ৷
Last Updated : Apr 1, 2021, 10:50 AM IST