মেদিনীপুর 30 এপ্রিল : দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা ৷ ভ্যাকসিন নিতে দিকে দিকে দেখা যাচ্ছে লম্বা লাইন ৷ কিন্তু কই ভ্যাকসিন ? ভ্যাকসিন না পেয়ে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে মানুষকে ৷ তার মধ্যে আবার অক্সিজেন সংকট ৷ সব মিলিয়ে এক অদ্ভুত অবস্থার সম্মুখীন দেশবাসী ৷ এরকম অবস্থায় সাধারণ মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিলি করলেন মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী সমিতকুমার দাস ও খড়গপুর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷
মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন হাটে বাজারে ও রাস্তাঘাটে তাঁদের সকাল থেকে মাস্ক বিলি করতে দেখা গেল ৷ মাস্ক ছাড়া যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন তাঁদের যেমন মাস্ক বিলি করলেন তেমনই তাঁদের হাতে স্যানিটাইজারও দিলেন ৷ পাশাপাশি করোনাকালে মাস্ক পরা যে বাধ্যাতামূলক ও আবশ্যক তাও বললেন ৷ সূত্রের খবর, তাঁদের এই মাস্ক বিলি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী পক্ষ ৷ বিষযটিকে নিছক দেখনদারি বলে কটাক্ষ বিরোধী শিবিরের ৷