পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনী বিধি ভাঙছেন মোদি, অভিযোগ মমতার - violation of code of conduct of the election

নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরে গিয়ে বাংলাকে নিয়ে বক্তৃতা দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করছেন ৷ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 27, 2021, 3:48 PM IST

Updated : Mar 27, 2021, 6:27 PM IST

খড়্গপুর, 27 মার্চ : রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন ৷ আজ প্রথম দফা ৷ জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন আমজনতা ৷ ভোট হচ্ছে খড়্গপুরেও ৷ এরই মধ্যে খড়্গপুর সদরে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর আজ ফের একবার নিশানায় নরেন্দ্র মোদি ৷

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু'দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও ৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদি ৷

নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ওড়াকান্দিতে নারীশিক্ষা ও মতুয়া কল্যাণে ঢালাও সহায়তার আশ্বাস মোদির

আর এই নিয়েই বেজায় চটেছেন মমতা ৷ অভিযোগ করলেন, রাজ্যে ভোট চলছে, আর নরেন্দ্র মোদি বাংলাদেশে গিয়ে বাংলাকে নিয়ে বক্তৃতা দিচ্ছেন ৷ এহেন কাজে তিনি নির্বাচনী বিধিভঙ্গ করছেন ৷ মমতা আরও বলেন, গত লোকসভা ভোটের সময় বাংলাদেশের অভিনেতা ফিরদৌস জোড়াফুলের মিছিলে যোগ হেঁটেছিলেন । আর তার জেরেই নাকি বাংলাদেশ সরকারকে বলে ফিরদৌসের ভিসা বাতিল করিয়েছিল বিজেপি ।

Last Updated : Mar 27, 2021, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details