দাঁতন, 25 মার্চ : নির্বাচনী প্রচারে আজ দাঁতনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সভা থেকে স্বভাবসিদ্ধ ভাষায় বিজেপিকে কটাক্ষ করেন তিনি ৷ একইসঙ্গে একহাত নিলেন নির্বাচন কমিশনকেও ৷ বলেন, নির্বাচন কমিশন এখন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে ৷ হেরে যাওয়ার ভয়ে এখন তাঁরা বদলির খেলায় মেতেছে ।
নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই, অফিসার বদল নিয়ে আক্রমণ মমতার - তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দাঁতনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্রের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এখন নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে । বিজেপি যেভাবে ভোট করাতে চাইছে, তাঁরা সেই ভাবে ভোট করাচ্ছে ।’’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ দাঁতনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্রের সমর্থনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘এখন নির্বাচন কমিশন বিজেপির খুড়তুতো ভাই হয়েছে । বিজেপি যেভাবে ভোট করাতে চাইছে, তাঁরা সেই ভাবে ভোট করাচ্ছে । এতে আমাদের অসুবিধা নেই । মা বোনেদের বলব তারা যেন তাদের ভোটটা সঠিকভাবে প্রয়োগ করেন ।’’
এছাড়া নির্বাচনের সময় অফিসার বদলি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, ‘‘ বিজেপি আগেই ম্যাচে হেরে গিয়েছে ৷ তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে অফিসারদের বদলির খেলায় মেতে উঠেছে । আমরা জানি বিজেপি নির্বাচন কমিশন কী ষড়যন্ত্র করছে ৷ সবার সব খবরই আমাদের কাছে রয়েছে । তাই বেছে বেছে আমাদের বিভিন্ন অফিসারকে বদলি করেছে । তবে যাদের বদলি করে আনা হয়েছে তারাও আমাদের লোক এটা মনে রাখবেন ।’’
দাঁতনে বক্তব্য রাখার পর হেলিকাপ্টারে মেদিনীপুর শহরের উদ্দেশে রওনা দেন তিনি ৷