মেদিনীপুর, 31 মার্চ : রাত ফুরোলেই পশ্চিম মেদিনীপুরের শুরু দ্বিতীয় দফার ভোটগ্রহণপর্ব। প্রস্তুত ভোটকর্মীরা ৷ প্রতিটি কেন্দ্রেও শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে । কেমন হবে আগামী কালের দ্বিতীয় দফার ভোট ?
রাত্র ফুরোলেই শুরু হতে চলেছে 2021 এর বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। এই দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল , দাসপুর , চন্দ্রকোনা, ডেবরা, পিংলা ,নারানগড় , সবং, খড়গপুর সদর ও কেশপুর সহ 9 টি বিধানসভা কেন্দ্রে। ঘোষণা মত প্রথম দু দফায় ভোট নেওয়া হবে জঙ্গল মহলে। প্রথম দফায় মোট 35 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে ৷ দ্বিতীয় দফায় জঙ্গলমহলের 9 টি বিধানসভার 42 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের কলেজ এবং কলেজিয়েট মাঠ থেকে ভোট কর্মীরা এবং নিরাপত্তারক্ষীরা ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ এ-বিষয়ে প্রিসাইডিং অফিসার অনুপ মিশ্র বলেন, " সেন্ট্রাল ফোর্স থাকার জন্য ভোটপর্ব নিরাপদেই কাটবে ৷ ঝামেলা , গন্ডগোল হলেও কোনও আশঙ্কা নেই ৷
রাত ফুরোলেই দ্বিতীয় দফার ভোট, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
আগামী কাল পশ্চিম মেদিনীপুরের 9 টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ৷ তার আগে বিভিন্ন কেন্দ্রে যেতে শুরু করে দিয়েছেন প্রিজাইডিং অফিসাররা ৷ কেশপুরের মতে উত্তপ্ত কেন্দ্রে কাল কতটা সুষ্ঠুভাবে নির্বাচন হয় , সে-দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷
রাত ফুরোলেই দ্বিতীয় দফার ভোট, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে পশ্চিম মেদিনীপুরে
প্রসঙ্গত, এবারের নির্বাচন কমিশন প্রথম থেকেই সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু রাজ্য পুলিশ না , ভোট কেন্দ্রগুলিতে থাকছে কেন্দ্রীয় বাহিনীও । অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচনের অনেক আগেই জেলায় প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনী।
আগামী কাল নির্বাচনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হবে কেশপুর ডেবরা সবং বিধানসভায় ৷ সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন :নন্দীগ্রামে অপরাধীদের আশ্রয়দাতা শুভেন্দু, কমিশনে অভিযোগ তৃণমূলের