মেদিনীপুর, 26 মার্চ : রাত ফুরোলেই শুরু হচ্ছে প্রথম পর্বের ভোটগ্রহণ পর্ব । প্রস্তুত ভোটকর্মীরা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে । ইতিমধ্যে দূরের ভোটগ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন ভোট কর্মী সহ নিরাপত্তা কর্মীরা ।
প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হবে পশ্চিম মেদিনীপুরের- মেদিনীপুর, গড়বেতা ,শালবনী সহ 6টি বিধানসভা কেন্দ্রের । প্রথম দু‘দফায় ভোট গ্রহণ নেওয়া হবে জঙ্গল মহলে । প্রথম দফায় মোট 35 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে । দ্বিতীয় দফায় জঙ্গলমহলের বাকি নয়টি বিধানসভার 42 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে । ভোটগ্রহণ প্রস্তুতি এখন শেষ পর্যায়ে ।
মেদিনীপুর কলেজ এবং কলেজ মাঠ থেকেই ভোটকর্মীরা এবং নিরাপত্তারক্ষীরা যে যার মতো দায়িত্ব বুঝে নিচ্ছেন । এরপরই তাঁরা নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবেন । নিরাপত্তায় 1000 কোম্পানি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে । প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন হওয়ার অনেক আগেই জেলায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ চালিয়েছে ।
আরও পড়ুন :ভোটের আগে শালবনিতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রথম দফায় বিধানসভা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীর লড়াই হচ্ছে শালবনী ও গড়বেতায় । তবে সমস্ত বিধানসভায় জোর টক্কর হবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।