নন্দীগ্রাম, 30 মার্চ : এবার নন্দীগ্রামে ৷ ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম ধ্বনি উঠল ৷ দ্বিতীয় দফার ভোটের আগে নন্দীগ্রামে প্রচারে ঝড় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ সকালে রোড শো ছিল তাঁর ৷ প্রচারে বেরোনোর আগে মমতার গাড়ি দেখে জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপির কর্মী-সমর্থকরা ৷
ভোটের প্রচারে নন্দীগ্রামে মাটি কামড়ে পড়ে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রামই এখন তাঁর ঘরবাড়ি ৷ হুইলচেয়ারে বসেই গোটা নন্দীগ্রাম সহ আশপাশের এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি ৷ দ্বিতীয় দফার ভোটে সকলের নজরে রয়েছে নন্দীগ্রাম ৷ পয়লা এপ্রিল নন্দীগ্রামে মানুষ ইভিএমে নিজেদের রায় দেবেন ৷ তার আগে শেষলগ্নের প্রচারের জন্য রেয়াপাড়ার বাড়ি থেকে বেরোচ্ছিলেন মমতা ৷ তাঁর কনভয় বেরোতে দেখেই একদল বিজেপি কর্মী-সমর্থকরা পতাকা, ফেস্টুন নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন ৷ গেরুয়া পোশাক ও টুপি পরা বিজেপি কর্মীরা কনভয়ের পিছনে ছুটতে থাকেন ৷ তাঁদের আটকায় পুলিশ ৷