ডেবরা, 1 এপ্রিল : চলছে বিধানসভা নির্বাচন ৷ আজ 30টি বিধানসভা কেন্দ্রে চলছে দ্বিতীয় দফায় নির্বাচন ৷ বিভিন্ন বুথে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ পর্বের ছবি প্রকাশ্যে আসে ৷ তবে বেলা বাড়ার সঙ্গে শুরু হয় বেশ কিছু বুথে হিংসাত্মক কার্যকলাপ চলার অভিযোগ উঠে এসেছে ৷ অভিযোগ উঠেছে, বুথে স্যানিটাইজার দেওয়ার জন্য আশাকর্মী কিংবা আইসিডিএস কর্মীর পরিবর্তে স্থানীয়দের নিযুক্ত করা হয়েছে ৷ তাঁরা ভোটারদের হাতে স্যানিটাইজার দিয়ে প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে ডেবরার চকমানু প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী বুথে ৷ ওই বুথ পরিদর্শনে আসেন ডেবরার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ ৷
নিয়ম অনুযায়ী বুথের 100 মিটারের মধ্যে ভোটার ও ভোটকর্মী ছাড়া অন্য কেউ থাকতে পারবে না ৷ তবু অভিযোগ উঠেছে, চকমানু প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচনী বুথে রয়েছে 2 জন ৷ তাঁরা আশা ও আইসিডিএস কর্মী নন ৷ স্থানীয় এই দু‘জন ভোটারদের হাতে তুলে দিচ্ছে স্যানিটাইজার ও ডিজপোজাল গ্লাভস ৷ এর সঙ্গে তাঁদের কোন দলে ভোট দিতে হবে কিংবা কোন চিহ্নে ভোট দিতে হবে তা বলে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ ওঠে৷