পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গড়বেতায় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে ঢিল; গ্রেফতার 7 - জঙ্গলমহলের ভোট

গড়বেতা 3 নম্বরে ভেলাইয়া গ্রামে বুথ থেকে বেরোনোর সময় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷

গড়বেতায় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ
গড়বেতায় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ

By

Published : Mar 27, 2021, 9:15 AM IST

Updated : Mar 27, 2021, 11:26 AM IST

গড়বেতা, 27 মার্চ : প্রথম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত জঙ্গলমহল ৷ গড়বেতাতে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ ৷ অভিযোগ, বিক্ষোভকারীরা প্রত্যেকেই তৃণমূল কর্মী ৷

আজ সকাল সাড়ে আটটা নাগাদ গড়বেতা 3 নম্বরে ভেলাইয়া গ্রামে ভোট দিতে যান সুশান্ত ঘোষ ৷ সেখান থেকে বেরিয়ে আসার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা ৷ সেই সময় শালবনির সিপিএম প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু'জন পুলিশকর্মী ৷ তাঁরাই সুশান্ত ঘোষকে সেখান থেকে বের করে নিয়ে যান ৷

বুথের 100 মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকার কথা থাকলেও সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সকলে বুথের ভিতরেই ছিলেন ৷ সুশান্ত ঘোষকে পুলিশ সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার পর পরই এলাকায় উপস্থিত সংবাদমাধ্যমের কর্মীদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা ৷ একাধিক সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে ৷

শালবনিতে সিপিএমের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সুশান্ত ঘোষের

আরও পড়ুন : পটাশপুরে বোমার আঘাতে জখম কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

এদিকে শালবনির একাধিক বুথে সিপিএমের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন সুশান্ত ঘোষ ৷ অভিযোগ করেছেন, রাজ্যের শাসক দল ছাড়া আর কোনও পোলিং এজেন্ট নেই ৷ বসতে দেওয়া হয়নি ৷ একইসঙ্গে ভেলাইয়া গ্রামে তাঁকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে তা গণতন্ত্রের লজ্জা বলে মনে করছেন সুশান্ত ঘোষ ৷

গোটা ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিকে ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড 60 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পথ অবরোধ করেন সুশান্ত ঘোষ ৷

Last Updated : Mar 27, 2021, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details