সবং, 31 মার্চ : রাজ্যে আগামী কাল দ্বিতীয় দফার নির্বাচন ৷ তার আগে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং ৷ গতকাল রাতে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর সহ বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে সবং থানার 6 নং অঞ্চলের চাউলকুড়ি কজলিভেড়ি 105 নং বুথে। যদিও তৃণমূলের তরফে কোনও বিবৃতি মেলেনি ৷ ইতিমধ্যেই সবং থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার ৷
আক্রান্ত পরিবারের অভিযোগ, গতকাল রাত 11 টা নাগাদ এলাকার স্থানীয় তৃণমূল নেতা শ্যাম কুইলার নেতৃত্বে কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালায় ৷ লাঠি দিয়ে ভাঙচুর করা হয় বিজেপি কর্মীর বাড়ি ৷ ভেঙে দেওয়া হয় বাড়ির জানলা-দরজা ৷ বাড়ির সামনে বোমাবাজিও করা হয় ৷ বাড়ির মহিলাদের উদ্দেশ্য কুরুচিকর ভাষায় গালিগালাজ করা হয় ৷ এমনকি তাদের প্রাণনাশের ও শ্লীলতাহানিরও হুমকি দেওয়া হয় ৷