চন্দ্রকোনা, 31 মার্চ : ভোটের আগে চন্দ্রকোনায় অস্বস্তিতে বিজেপি । অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল বিজেপি প্রার্থী ৷ কিন্তু চাকরি না হওয়ায় টাকা চাইতে এলে ব্যক্তিকে লাথি মারার অভিযোগ বিজেপি প্রার্থী শিবরাম দাসের বিরুদ্ধে ।
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে চন্দ্রকোনার শিবরাম দাসকে বিজেপি কার্যালয়ে দাঁড়িয়ে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায় ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এই ভাইরাল ভিডিয়োকে ঘিরে ভোটের আগের দিন অস্বস্তিতে গেরুয়া শিবির । বিজেপি প্রার্থী শিবরাম দাস 2011 সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন ৷ কিন্তু হেরে যান তিনি ৷ পরে চন্দ্রকোনা 1 নং ব্লকের রামজীবনপুর পৌরসভার দু'বারের চেয়ারম্যান ছিলেন । লোকসভা ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন শিবরাম ৷ এরপর বিধানসভায় তাঁকেই প্রার্থী করে বিজেপি ৷ অপরদিকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ ধাড়া ।