পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বুথ এজেন্ট বসায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চন্দ্রকোণা বিধানসভার গোয়ালসিনি এলাকায় সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মী এজেন্ট হয়ে দ্বিতীয় দফার ভোটে বুথে বসেছিলেন । সেই অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ ।

ভাঙচুর বিজেপি কর্মীর বাড়ি
ভাঙচুর বিজেপি কর্মীর বাড়ি

By

Published : Apr 2, 2021, 4:12 PM IST

চন্দ্রকোণা, 2 এপ্রিল : বারণ করা সত্ত্বেও বিজেপির এজেন্ট হিসেবে বুথে বসেছিলেন ৷ আর এই অপরাধেই ভোট মেটার সঙ্গে সঙ্গেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও হামলায় অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।

ঘটনার সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণা বিধানসভার গোয়ালসিনি এলাকায় সমীর সাঁতরা নামে এক বিজেপি কর্মী এজেন্ট হয়ে দ্বিতীয় দফার ভোটে বুথে বসেছিলেন । সেই অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ । বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ । ঘটনার খবর পেয়ে রাতেই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ।

পরিবারের সদস্যদের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী ইয়াকুব আলি, সফিউল হকয়ের নেতৃত্বে হামলা চালানো হয় । প্রাণের ভয়ে সমীরবাবু বাড়ি ঢুকতে পারেননি বলে পরিবারের দাবি । ঘটনায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে চন্দ্রকোণা থানায় ৷

ভাঙচুর বিজেপি কর্মীর বাড়ি

আরও পড়ুন :কেশপুরে দলীয় কর্মীর মৃতদেহ ফেলে রেখে অবরোধ তৃণমূলের

যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ চন্দ্রকোণা ১ নং ব্লক তৃণমূল সভাপতি সুজয় পাত্র বলেন, "এই কালচার তৃণমূলের নয় । আসলে চন্দ্রকোণার সব জায়গায় বিজেপি এজেন্ট দিতে পারেনি, তাই তারা হেরে যাওয়ার ভয়ে অতিরঞ্জিত করে এ ধরনের কথা বলছে । এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নন। ওদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় অপপ্রচার করছে ।’’

ABOUT THE AUTHOR

...view details