দাসপুর, 30 মার্চ : দ্বিতীয় দফার ভোটের 24 ঘণ্টা বাকি। তার আগে দু’টি তাজাবোমা উদ্ধার দাসপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। বোমা উদ্ধার হতেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ বোমা দু’টি নিষ্ক্রিয় করার চেষ্টা করেছে ৷
দ্বিতীয় দফার ভোটের আগের দিন দাসপুরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার রাজানগরের রাসতলায় রাস্তার ধারে একটি পলিথিনে দু’টি তাজাবোমা দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে বোমা দু’টি উদ্ধার করে তাতে জল ঢেলে নিস্ক্রিয় করার চেষ্টা করে পুলিশ । 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের আগের দিন সকালে এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় ভোটে অশান্তি হওয়ার আশঙ্কা স্থানীয়দের মধ্যে।