পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেবরায় ভারতী ঘোষের গাড়িতে হামলা, অভিযোগের তীর তৃণমূলের দিকে - তৃণমূল

এদিন ভারতী বিকেল নাগাদ ডেবরা নয়া পাড়ার 22 নম্বর বুথ থেকে ফিরছিলেন ৷ সেই সময় আচমকাই তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে কিছু স্থানীয় ৷ ভারতীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর হামলা চালিয়েছে ৷

বিজেপি প্রার্থী ভারতী ঘোষ
বিজেপি প্রার্থী ভারতী ঘোষ

By

Published : Apr 1, 2021, 10:13 PM IST

ডেবরা, 1 এপ্রিল : একুশের নির্বাচনে আজ দ্বিতীয় দফার ভোট ৷ সকাল থেকে ভোট গ্রহণের ছবি শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে ৷ এবার ডেবরার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের গাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটল ৷

এদিন সকাল থেকেই ভারতী ডেবরা বিধানসভার কেন্দ্রের বুথ গুলি ঘুরে দেখছিলেন ৷ বিকেল নাগাদ ডেবরা নয়া পাড়ার 22 নম্বর বুথ থেকে ফিরছিলেন তিনি ৷ সেই সময় আচমকাই তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে কিছু স্থানীয় ৷ ভারতীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর উপর হামলা চালিয়েছে ৷

যদিও এই ঘটনায় কারওর আহত হবার খবর মেলেনি ৷

আরও পড়ুন :ভোটকর্মী নন, অথচ বুথে স্যানিটাইজার দেওয়ার অভিযোগ, পরিদর্শনে ভারতী ঘোষ

ABOUT THE AUTHOR

...view details