পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেকেন্ড পেপারের আগে ডেবরায় শাহি পর্যবেক্ষণ - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

অমিত শাহের রোড-শো তে ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরও 4 বিধানসভার প্রার্থীরাও । কেশপুর, পিংলা, দাসপুর এবং ঘাটালের বিজেপি প্রার্থীরাও এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব়্যালিতে ৷

অমিত শাহের রোড শো
অমিত শাহের রোড শো

By

Published : Mar 30, 2021, 10:58 PM IST

ডেবরা, 30 মার্চ : কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় দফার নির্বাচন ৷ একেবারে শেষ মূহূর্তে বিজেপির প্রচারে ডেবরায় রোড শো করলেন স্বয়ং অমিত শাহ ৷

মঙ্গলবার ডেবরার বিজেপি প্রার্থী কে সঙ্গে নিয়ে প্রায় এক কিলোমিটার রোড শো করেন অমিত শাহ । প্রায় হাজারের বেশি কর্মী সমর্থক এই দিনের ব়্যালিতে উপস্থিত ছিলেন ৷ ডেবরা বিধানসভার লড়াই এবার দুই পুলিশের মধ্যে ৷ রোড-শো তে ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরও 4 বিধানসভার প্রার্থীরাও । কেশপুর, পিংলা, দাসপুর এবং ঘাটালের বিজেপি প্রার্থীরাও এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব়্যালিতে ৷

অমিত শাহের রোড শো

আরও পড়ুন : শেষবেলার প্রচারে ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রামে হেভিওয়েটদের ছড়াছড়ি

প্রসঙ্গত দ্বিতীয় দফায় নির্বাচনে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের নয়টি বিধানসভায় এই ভোট অনুষ্ঠিত হবে। যার মধ্যে রয়েছে সবং, পিংলা, চন্দ্রকোণা, দাসপুর, ঘাটাল, কেশপুর সহ মোট নয়টি বিধানসভা । শেষ পর্যন্ত কার জয় হয় সেটাই দেখার বিষয় এখন । তবে আজকের ভারতী ঘোষের সঙ্গে অমিত শাহের রোড শো ডেবরার বিজেপির পালে হাওয়া পেল বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ABOUT THE AUTHOR

...view details