ডেবরা, 30 মার্চ : কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দ্বিতীয় দফার নির্বাচন ৷ একেবারে শেষ মূহূর্তে বিজেপির প্রচারে ডেবরায় রোড শো করলেন স্বয়ং অমিত শাহ ৷
মঙ্গলবার ডেবরার বিজেপি প্রার্থী কে সঙ্গে নিয়ে প্রায় এক কিলোমিটার রোড শো করেন অমিত শাহ । প্রায় হাজারের বেশি কর্মী সমর্থক এই দিনের ব়্যালিতে উপস্থিত ছিলেন ৷ ডেবরা বিধানসভার লড়াই এবার দুই পুলিশের মধ্যে ৷ রোড-শো তে ভারতী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আরও 4 বিধানসভার প্রার্থীরাও । কেশপুর, পিংলা, দাসপুর এবং ঘাটালের বিজেপি প্রার্থীরাও এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব়্যালিতে ৷