ঘাটাল, 1 এপ্রিল : ভোট দিতে না পারার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআই(এম) কর্মীরা ৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷
আজ দ্বিতীয় দফার ভোট ৷ সেই মতো সকালে বামকর্মীরা ভোট দিতে গেলে তৃণমূলের কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ ৷ এর জেরে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বামেরা ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ৷ অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জওয়ানরা ৷
আরও পড়ুন : বৃদ্ধার মৃত্যুর প্রতিবাদে নিমতা থানা ঘেরাও বিজেপির
উল্লেখ্য, ঘাটাল বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত ৷ এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থনে দাঁড়িয়েছে সিপিআই(এম) প্রার্থী কমল দলুই ৷ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন শংকর দলুই ৷ বিজেপির হয়ে দাঁড়িয়েছেন শীতল কাপাট ৷