পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal civic polls 2022 : দল মনোনীত প্রার্থীকে ভোট দিলে বাড়িতে আগুন, ভোটারদের হুমকি বিজেপি নেত্রীর - প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ বিজেপিতে

খড়গপুরে গোষ্ঠীদ্বন্দ্বে (BJP workers threatening voters) জেরবার বিজেপি ! দলের মনোনীত প্রার্থীকে (Bengal civic polls 2022) ভোট দিলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে হুমকি দিচ্ছেন বিজেপি নেত্রী (Unhappy with candidate list) ৷

Bengal civic polls 2022: Unhappy with candidate list, BJP workers threatening voters at Midnapore
দল মনোনীত প্রার্থীকে ভোট দিলে বাড়িতে আগুন, খড়গপুরে হুমকি বিজেপি নেত্রীর

By

Published : Feb 9, 2022, 9:48 AM IST

খড়গপুর, 8 ফেব্রুয়ারি: প্রার্থী তালিকা নিয়ে আসন্তোষের জেরে খড়গপুরে ক্ষোভ ছড়াল বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে (BJP workers threatening voters) ৷ রেল শহরের 10 নং ওয়ার্ডে তাঁদের পছন্দের নেত্রীর নাম ঘোষণা না হওয়ায় উত্তেজনা চরমে উঠল ৷ ঘোষিত বিজেপি প্রার্থী মৌসুমী দাসকে কেউ ভোট দিলে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হল ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল খড়গপুরে ।

পৌর ভোট ঘোষণা (Bengal civic polls 2022) হতেই প্রার্থী তালিকা নিয়ে খড়গপুর-সহ মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে ৷ সম্প্রতি পৌর ভোট ঘোষণা করা হয়েছে জঙ্গলমহলের 7টি পৌরসভা এলাকায় । এই সব এলাকার প্রার্থী তালিকা নিয়ে জঙ্গলমহলের মানুষের মধ্যে নানা আশা প্রত্যাশা ছিল । কিন্তু শাসক দলের প্রার্থী তালিকা (BJP candidate list) প্রকাশ পাওয়ার পরই তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়ে পড়ে । পছন্দের নেতা-নেত্রীকে দল প্রার্থী না করায় শাসক দলের নেতাকর্মীরা প্রতিবাদে রাস্তায় নামেন । কেউ অফিসে গিয়ে বিক্ষোভ দেখান, কেউ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ৷ কেউ আবার সোশ্যাল সাইটে কান্নাকাটি করে প্রতিবাদ জানান ।

বিজেপি নেত্রীর অসন্তোষ

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, কৃষ্ণনগরে বিজেপির জেলা দফতরে তালা দিলেন কর্মীরা

এই পরিস্থিতি দেখে বিরোধী বিজেপি গভীর রাতে তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করে । রেল শহর খড়গপুর ও মেদিনীপুর-সহ মোট 7 পৌরসভার প্রার্থী তালিকা ঘোষিত হয় ৷ তার পর থেকেই গণ্ডগোল শুরু হয় বিজেপির মধ্যে । রেল শহরের 10 নম্বর ওয়ার্ডে দলের মনোনীত প্রার্থীকে পছন্দ হয়নি বিজেপি মহিলা কর্মী বেবি কোলে ও তাঁর সমর্থকদের । তারই জেরে দলের টিকিট পাওয়া নেত্রীকে ও ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ৷

দল মনোনীত প্রার্থীকে ভোট দিলে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বিজেপি নেত্রী বেবি কোলে । তিনি তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়েন এবং 10 নম্বর ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে বলেন, যদি তাঁকে বাদ দিয়ে কেউ ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌসুমী দাসকে ভোট দেন, তাহলে তিনি ঘরে আগুন লাগিয়ে দেবেন ৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খড়গপুরে ।

দল মনোনীত প্রার্থীকে ভোট দিলে বাড়িতে আগুন দেওয়ার হুমকি

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : দার্জিলিং পৌরসভায় অনিত থাপার দলের প্রার্থী তালিকা ঘোষণা

এই ঘটনা চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে জেলা বিজেপিকে ৷ যদিও বিজেপির জেলা সভাপতি তাপস মিশ্র বলেন, "এই ঘটনা প্রসঙ্গে কিছুই জানি না ৷ খোঁজখবর নিয়ে তবে বলতে পারব কেন এ ধরনের ঘটনা ঘটল ।"

ABOUT THE AUTHOR

...view details