পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Polls 2022: পতাকা লাগানো নিয়ে উত্তপ্ত চন্দ্রকোনা, বিজেপি কর্মীদের মারধর

ওয়ার্ডে পতাকা ব্যানার লাগানো নিয়ে উত্তেজনা চন্দ্রকোনায় ৷ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Clash between BJP TMC) ৷

West Medinipur Political News
পতাকা লাগানো নিয়ে উত্তপ্ত চন্দ্রকোনা, বিজেপি কর্মীদের মারধর !

By

Published : Feb 16, 2022, 9:55 AM IST

চন্দ্রকোনা, 15 ফেব্রুয়ারি: পৌরসভা ভোট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে জঙ্গলমহল । পতাকা ও ব্যানার টাঙানো নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়াল চন্দ্রকোনাতে। অভিযোগ, ব্যানার টাঙাতে গেলে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল (Clash between BJP TMC)। এই ঘটনায় জখম হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 6নং ওয়ার্ডের ঘটনা । ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী সুদীপ কুশারী । তাঁর প্রচারে এ দিন বেশ কয়েকজন বিজেপি কর্মী ওয়ার্ডে পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন এবং প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছিলেন । বিজেপির অভিযোগ, সেই সময় তৃণমূলের জনা চল্লিশেক কর্মী প্রচারে বাধা দেন । তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা ৷ এতে বিজেপি কর্মীরা প্রতিবাদ জানালে তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করা হয় । এমনকী লাঠিসোটা নিয়ে চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি ।

আরও পড়ুন:Bengal Civic Polls 2022 : বাকি 108 পৌরসভার ভোটে ফের কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা, আজ শুনানি

তাঁদের দাবি, যে 14-15 জন বিজেপি কর্মী প্রচারে গিয়েছিলেন, তাঁদের সবাইকেই মারধর করা হয়েছে । একজন কর্মী গুরুতর জখম হলে তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তখন ওই ওয়ার্ডেই অন্য এক জায়গায় প্রচার করছিলেন বিজেপি প্রার্থী সুদীপ কুশারী ৷ তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান । তিনি পৌঁছলে তাঁর সামনেই মারধর চলে বলে দাবি বিজেপি প্রার্থীর । ওই ওয়ার্ডে বিজেপির কোনও প্রচার করা চলবে না বলে তৃণমুলের তরফে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷

আরও পড়ুন:TMC wins in Municipal Corporation Election 2022 : চার পৌরনিগমেই তৃণমূলের ‘খেলা হল’, অস্তিত্ব সঙ্কটে বিরোধীরা

অপরদিকে, 6 নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী এ বিষয়ে বলেন, "বিজেপির পায়ের তলার মাটি নেই ৷ তাই বিরোধী হিসাবেই তারা এই অভিযোগ করছে । আমরা প্রথম থেকেই বলে আসছি, যিনি যে ওয়ার্ডে প্রার্থী তাঁরা নিজের এলাকায় মানুষকে সংগঠিত করে নির্বাচনে লড়ুন । বিজেপি এই ধরনের প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে । বাইরের ওয়ার্ড থেকে বহিরাগত লোক নিয়ে এসে যদি ওরা এমন করে, মানুষ প্রতিরোধ করবে ৷" তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিজেপিও এই ঘটনা ঘটাতে পারে বলে পাল্টা অভিযোগ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ।

ABOUT THE AUTHOR

...view details