পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের - মমতাকে আক্রমণ আব্বাসের

ভাঙা পায়ের ড্রামা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আদৌ তাঁর পা ভাঙেনি ৷ সোমবার খড়গপুর সদরের সংযুক্ত মাের্চার প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে একথা বলেন আব্বাস সিদ্দিকি ৷ অশান্ত বাংলায় নির্বাচন করা খুবই কঠিন বলে মনে করেন তিনি ।

ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের
ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের

By

Published : Mar 23, 2021, 12:46 PM IST

মোহনপুর, 23 মার্চ : মোহনপুরের সভা থেকে তীব্র ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন আব্বাস সিদ্দিকি ৷ তাঁর দাবি, ভাঙা পায়ের ড্রামা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আদৌ তাঁর পা ভাঙেনি ৷

সোমবার খড়গপুর সদরের সংযুক্ত মাের্চার প্রার্থী সৈয়দ সাদ্দামের হয়ে সেলিমের সঙ্গে প্রচারে আসেন পীরজাদা আব্বাস সিদ্দিকি । কেশপুর সভার পর মোহনপুরে উপস্থিত হন ৷ সভা মঞ্চ থেকেই তীব্র ভাষায় কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । তাঁর কটাক্ষের নিশানায় ছিল তৃণমূল এবং বিজেপি । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পা আদৌও ভাঙেনি । তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামাবাজ । তিনি উন্নয়ন ও কর্মসংস্থানকে লুকিয়ে রাখার জন্যই এই ধরনের ড্রামা করছেন । এর আগেও করেছেন ।"

শুভেন্দু অধিকারীর মিনি পাকিস্তান মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "আমি খেলাধুলা ভাল বুঝি না । খেলাধুলা বিজেপি ও তৃণমূল ভাল বোঝে । তাই ওরা ভাল বলতে পারবে । সবাই মিলে মিশে আছে । আজকে পাতে ঝোল পড়েনি বলে এইসব কথা বলা শুরু করেছেন । এই সব লোক নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না ।" আব্বাস সিদ্দিকি আরও বলেন, "মানুষ টাকার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে হইহই করে চলে গিয়েছিল ৷ কিন্তু এখন তাঁরা বুঝতে পেরেছেন টাকাটাই সব নয় ৷ উন্নয়ন এবং কর্মসংস্থানের শেষ কথা, তাই তারা একে একে ফিরে এসেছেন আমাদের দিকেই ।"

ভাঙা পায়ের ড্রামা করে বোকা বানাচ্ছেন মমতা, কটাক্ষ আব্বাসের

আরও পড়ুন : ঠ্যাং ভাঙা মমতাকে ডজ করে গোল দেব, বললেন বিজেপি প্রার্থী

নির্বিঘ্নে নির্বাচন কি বাংলায় সম্ভব ? এবিষয়ে আব্বাস সিদ্দিকি বলেন, ‘‘এখানে কিছুটা প্রশ্ন রয়ে গিয়েছে । এই অশান্ত বাংলায় নির্বাচন করা খুবই কঠিন । তবে নির্বাচন কমিশনের উপর শ্রদ্ধা থাকা জরুরি । তাই শেষ পর্যন্ত দেখতে হবে নির্বাচন কমিশন কতটা অশান্ত বাংলায় নিজেদের শক্তি জাহির করেই নির্বাচন করাতে পারে । তবে যারা কর্মসংস্থান করবে, উন্নয়ন করবে, মহিলাদের আত্মসম্মান রক্ষা করবে তারাই জিতবে ।’’ যদিও এদিন সংযুক্ত মোর্চা জিতবে কিনা সেই বিষয়ে খোলসা করেননি আব্বাস সিদ্দিকি ।

ম্যাজিক ফিগার না পেলে রাজ্যে ক্ষমতায় আসার জন্য তৃণমূলের সঙ্গ নেবেন আব্বাস সিদ্দিকি? আব্বাসের উত্তর, "কোনও প্রশ্নই নেই ৷ দুর্নীতির সঙ্গে আমরা কোনওভাবেই আপস করব না ৷ দরকার হলে আবার নতুন করে নির্বাচন করাব ।"

ABOUT THE AUTHOR

...view details