পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Farmer House Seizes in Ghatal: 16 বছর ধরে বাকি ঋণ, মৃত কৃষকের বাড়ি দখল করল ব্যাংক - Bank Loan

16 বছর ধরে বাকি ঋণ শোধ না-করায় কৃষকের বাড়ি দখল করল ব্যাংক (Farmer House Seale in Ghatal) । শনিবার আদালতের নির্দেশে পুলিশ নিয়ে গিয়ে বাড়ি খালি করল ব্যাংক কর্তৃপক্ষ ৷

Farmer House Seale in Ghatal ETV BHARAT
Farmer House Seale in Ghatal

By

Published : Mar 11, 2023, 9:07 PM IST

ঘাটাল, 11 মার্চ: 2006 সালে 5 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল রামচন্দ্রপুরের বাসিন্দা মালতি পান্ডে ৷ সেই ঋণ শোধ করতে না-পারায় আসবাবপত্র-সহ বাড়ি থেকে মালতি পান্ডে এবং তাঁর পরিবারকে বের করে দিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক (Bank Seized Farmer House for Not Pay Remaining Bank Loan) ৷ সেই সঙ্গে বাড়ি নিজেদের দখলে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ৷ পুরো পরিবার নিয়ে বর্তমানে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন মালতি পান্ডে ৷ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল তাঁদের ৷ প্রতিবার টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও, তা শোধ করেননি মালতি পান্ডে ৷

জানা গিয়েছে, বাড়ির বদলে 2006 সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেন মালতি পান্ডে ৷ কিন্তু, 2023 সাল হয়ে গেলেও সেই ঋণ শোধ করেননি তিনি ৷ যা নিয়ে মালতিদেবীর দাবি, তাঁর স্বামী ক্যানসারে আক্রান্ত হওয়ার পর পরিবারের সমস্ত পুঁজি শেষ হয়ে গিয়েছিল ৷ একবছর আগে তাঁর স্বামী মারা গিয়েছেন ৷ কিন্তু, অর্থের অভাবের কারণে ব্যাংকের টাকা তাঁরা শোধ করতে পারেননি ৷

এই পরিস্থিতিতে দীর্ঘ 16 বছরে ব্যাংকের টাকা শোধ না-করায় একাধিকবার আইনি নোটিশ গিয়েছিল মালতি পান্ডের নামে ৷ কিন্তু, সম্প্রতি আদালত নির্দেশ দেয়, ব্যাংক মালতি পান্ডের বাড়ির দখল নিতে পারবে ৷ এদিন ব্যাংক আধিকারিকরা পুলিশ নিয়ে মালতি পান্ডের বাড়িতে যান ৷ বাড়ির আসবাবপত্র বাইরে বের করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, বাড়ির লোকজনদের বাইরে বের করে সিল করে দিয়েছেন ব্যাংক আধিকারিকরা ৷ বাড়ি বিক্রির নোটিশও জারি করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফে ৷

আরও পড়ুন:লোনের টাকা শোধ না-করায় তৃণমূল নেতার বাড়ি ও মিল সিল করল ব্যাংক

জানা গিয়েছে, শুরুর দিকে ব্যাংকের ঋণের কিস্তি শোধ করছিলেন ওই পরিবার ৷ কিন্তু, কিছু সময় পর থেকে ঋণের কিস্তি দেওয়া বন্ধ হয়ে যায় ৷ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, 16 বছরে বকেয়া আসলের সঙ্গে সুদ যুক্ত হয়ে ঋণের পরিমাণ প্রায় 8 লক্ষ টাকা হয়েছে ৷ বাড়ি বিক্রি করে সেই টাকা এবার ব্যাংক কর্তৃপক্ষ পরিশোধ করে নেবে ৷ তবে, মাথার উপর ছাদ হারিয়ে এবার রাস্তায় এসে বসেছে মালতি পান্ডের পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details