চন্দ্রকোনা, 13 নভেম্বর: স্কুলের অবস্থা বেহাল ৷ যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্কুল বিল্ডিং। মূলত যে পিলারের উপর দাঁড়িয়ে আছে স্কুল, সেই পিলার থেকে শুরু করে স্কুল বিল্ডিংয়ের বেহাল দশা (Bad Condition of School Building) । মিড-ডে মিলের রুম থেকে বারান্দার ছাদের চাঙর থেকে বেরিয়ে গিয়েছে রড । প্রায় 10 বছর ধরে এমনই অবস্থায় রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের কালাকড়িঘাট প্রাথমিক বিদ্যালয় । স্কুলের এহেন পরিস্থিতি দেখে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে আতঙ্কে অভিভাবকরাও ।
বিদ্যালয়ের ক্লাস রুমের অবস্থা একইরকম খারাপ । ছাদের চাঙর ভেঙে খসে পড়ে প্রায় সময় । স্কুলে এসে চরম বিপদের সম্মুখীন স্কুলছাত্র থেকে শুরু করে শিক্ষকরা । যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা । কারণ ভাঙাচোরা স্কুল বিল্ডিং তার সঙ্গে ক্লাস রুমের অবস্থাও একই । যখন তখন স্কুলের চাঙর খসে নিচে পড়ছে, তাই ইতিমধ্যেই স্কুলের বেহাল ঘরগুলিতে পঠনপাঠন বন্ধ, তাতে তালা দেওয়া হয়েছে । বর্তমানে তিনটি ঘরের মধ্যে গাদাগাদি করে চলছে পঠনপাঠন । একটি রুমে একসঙ্গে পাশাপাশি দুটি ক্লাস করতে হচ্ছে শিক্ষকদের । এতে সমস্যায় পড়ছেন শিক্ষকেরা, ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও ।
আরও পড়ুন:অঙ্গনওয়াড়ি স্কুল যেন ধ্বংসস্তূপ, 7 বছর ধরে ত্রিপল টাঙিয়ে চলছে পড়াশোনা