মেদিনীপুর, 18 অক্টোবর: গলায় খাবার আটকে 10 মাসের শিশুর মৃত্যু (Child Death) । মেদিনীপুর সদরের অন্তর্গত খয়েরুল্লা চকে কাঠের কাজ করা প্রসেনজিৎ মজুমদারের দুটি ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার । প্রত্যেকদিনের মতো এদিন এই দম্পতির স্ত্রী তাঁর 10 মাসের কন্যা শিশু আদ্রিকা মজুমদারকে আইসিডিএসের দেওয়া খিচুড়ি ছেঁকে খাওয়াচ্ছিলেন । সেই পাতলা খিচুড়ি খাওয়ানোর সময় কোন কারণে শ্বাসনালীতে আটকে যায় আদ্রিকার । এরপরই যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি ।
পরিবারের সদস্যরা চটজলটি শিশুটিকে নিয়ে যায় হাসপাতালের । প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় জোসেফ হাসপাতালে ৷ সেখানে জরুরি বিভাগ না-থাকায় তাঁকে তড়িঘড়ি এরপর মেদিনীপুর সদর হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় । কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তাঁতিগেড়িয়া লেভেল ক্রসিং রেল গেট পড়ে থাকায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ৷ এরপর যখন শিশুটিকে নিয়ে পরিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে পৌঁছলে চিকিৎসকেরা জানিয়ে দেন আদ্রিকা মারা গিয়েছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । শিশুকে হারিয়ে তার মা বারবার জ্ঞান হারাচ্ছেন এবং বুক চাপড়ে কেঁদে উঠছেন ।