ঘাটাল, 3 মার্চ :একই শরীরে চার হাত ও চার পা নিয়ে জন্মাল শিশু । পরে অবশ্য শিশুটি মারা যায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা ।
মঙ্গলবার বিকেলে কেশপুর থানার মারখা বলরামপুরের বাসিন্দা ইসমা খাতুন ওই শিশুর জন্ম দেন । জন্মানোর পর দেখা যায়, শিশুটির চারটি হাত ও চারটি পা রয়েছে । প্রসবের পর এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান চিকিৎসক থেকে নার্স সকলেই ।