পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বলবিন্দর সিংয়ের উপর আক্রমণ ন্যক্কারজনক, কালা দিবস পালনের ডাক লকেটের - পশ্চিম মেদিনীপুরের খবর

"মুখ্যমন্ত্রী যেভাবে বলেন হিন্দু-মুসলিম- খ্রিস্টান-শিখ ভাই ভাই বলেন, এই কথা আপনার মুখে আর সাজবে না ।" বললেন লকেট চট্টোপাধ্যায় ।

লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়

By

Published : Oct 10, 2020, 9:19 PM IST

কেশপুর, 10 অক্টোবর : কৃষি আইনের সমর্থনে কেশপুরের কানাসোলে মিছিল করলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায় । নবান্ন অভিযানে প্রাক্তন সেনাকর্মী বলবিন্দর সিংয়ের উপর ন্যক্কারজনক আক্রমণের ঘটনায় কালা দিবস হিসেবে পালন করা উচিত বলে মন্তব্য করলেন তিনি । মাওবাদী প্রসঙ্গেও আজ রাজ্যকে আক্রমণ করেন তিনি । বলেন, "যাঁদের দমন করার নাম করে এসেছিলেন দিদিমণি, এখন তাঁদের ভরসা করেই জঙ্গলে আসছেন ।"

বলবিন্দর সিংয়ের উপর পুলিশি হেনস্থার ঘটনায় রাজ্য পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানালেন রাজ্য BJP মহিলা মোর্চার সভানেত্রী । বলবিন্দর সিংয়ের হেনস্থার ঘটনায় দিনটিকে ভারতীয় ইতিহাসে কালা দিবস হিসেবে পালন করা উচিত । বলেন, "মুখ্যমন্ত্রী যেভাবে বলেন হিন্দু-মুসলিম-খ্রিস্টান-শিখ ভাই ভাই বলেন, এই কথা আপনার মুখে আর সাজবে না ।"

এছাড়া অনুব্রত মণ্ডলের 'অপদার্থ' মন্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "ওঁদের নিজের মধ্যে প্রকাশ্যে গন্ডগোল এসে গেছে । লাখ লাখ টাকা নিয়ে গন্ডগোল লেগেছে ওঁদের মধ্যে। টাকা কম বেশি হওয়াতে পরস্পর একে অপরকে গালাগালি করছে । এদের সরকার চলেই গেছে । কিছুদিনের জন্য এরা এখন অতিথি হিসেবে রয়েছে । এবার বাংলা ছেড়ে পালাতে বাধ্য হবে ।"

কী বললেন লকেট চট্টোপাধ্যায়?

মাওবাদী প্রসঙ্গেও আজ তিনি রাজ্যকে আক্রমণ করেন । বলেন, "মাওবাদীদের উপর ভরসা করেই তাঁকে এখানে আসতে হয় । ছত্রধর মাহাতকে যেভাবে ছেড়ে দিয়ে উনি ভোট করাতে চাইছিলেন কিন্তু সেভাবে আর ভোট হবে না । কেন্দ্রীয় সরকার NIA-র তদন্ত করে সঠিক পথে চলছে । ছত্রধর মাহাতো যা যা দোষ করেছেন তাঁর শাস্তি পাবেন । মুখ্যমন্ত্রী এভাবে পার পেয়ে যাবেন না।

পরিশেষে বলা যায় যে নবান্ন অভিযানে BJP কর্মী ও সমর্থকদের যেভাবে মারধর করা হয় এবং রং ছেটানো হয় , প্রাক্তন সেনা কর্মী তথা দেহরক্ষী বলবিন্দর সিংয়ের পাগড়ি খুলে তাঁকে হেনস্থা করা হয়, তা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি । আজ এই নিয়ে সরব হলেন লকেট চট্টোপাধ্যায়ও ।

ABOUT THE AUTHOR

...view details