দাসপুর, 16 সেপ্টেম্বর: শাস্ত্র মতে, বিশ্বকর্মা লোহা বা শিল্পের দেবতা ৷ তাই বিভিন্ন শিল্প তালুকে এই দেবতার পুজো বেশ ধুমধাম করেই হয় ৷ তাই এবার বিশ্বকর্মা পুজোতে ধরা পড়েছে চন্দ্রযানের সাফল্য ৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের শিল্পীর শৈল্পিক দৃষ্টিভঙ্গি নজর কেড়েছে ক্রেতাদের । পুজোর আগে এই থিমে বিশ্বকর্মা প্রতিমার চাহিদা বেশ ভালোই ৷
মৃৎশিল্পী দীপক মাইতি নিজের হাতে তৈরি করেছেেন বিশ্বকর্মা প্রতিমা ৷ তার সঙ্গে তুলে ধরেছেন চন্দ্রযান-৩-র প্রতিকৃতি। পৃথিবীর উপর দাঁড়িয়ে রয়েছেন বিশ্বকর্মা ও তাঁর বাহন। প্রতিমার হাতে ইসরোর LVM3-M4 রকেট, যার সফল উৎক্ষেপনের ফলে চাঁদে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-3-র বিক্রম ল্যান্ডার ও রোভার প্রজ্ঞান।
ভারতীয় বিজ্ঞানী গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ ও চাঁদের মাটিতে সফল অবতরণের দৃশ্য দেখে উদ্ভুদ্ধ হন মৃৎশিল্পী দীপক ৷ তিনি বলেন, "চন্দ্রযান-3 র সাফল্য আমাদের কাছে গর্বের ৷ এটা দেশের কাছে গর্বের বিষয় ৷ তাই সেই চিন্তাভাবনাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রতিমা তৈরির মাধ্যমে ৷"