খাকুড়দা, 17 অক্টোবর: দিনক'য়েক পরই কালীপুজো এবং দীপাবলির (Kali Puja 2022) আনন্দে মেতে উঠবে দেশ ৷ গোটা রাজ্যের সঙ্গে আলোর রোশনাইয়ে ভরে উঠবে জঙ্গলমহলও। আর এখন চিনা লাইটের দাপটের মাঝেও মাটির প্রদীপ বানিয়ে চলেছেন কুমোর পাড়ার শিল্পীরা । কারণ এক শ্রেণির মানুষের কাছে যথেষ্ট চাহিদা রয়েছে এই মাটির প্রদীপের। শিল্পীদের আশা মহামারীর খরা কাটিয়ে দু'বছর পর বাজার জমে উঠবে তাদের হাতে তৈরি মাটির প্রদীপের (Artisans hoping Clay lamps to do good business) ।
আসন্ন আলোর উৎসব দীপাবলির আগে তাই কুমোরপাড়াতে জোরকদমে চলছে মাটির প্রদীপ তৈরির কাজ । কুমোরের চরকিতে নোংরা-আবর্জনা মুক্ত স্বচ্ছ মাটিতে গড়ে উঠছে বিভিন্ন নকশার একাধিক মাপের ছোট ও বড় প্রদীপ । সেই চিত্রই ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দাতে ।
বর্তমান আবহাওয়া অনুকূল থাকায় প্রদীপ তৈরি করতে বিশেষ বেগ পেতে হচ্ছে না মৃৎশিল্পীদের । সময়মতো প্রদীপগুলিকে তৈরি করে রৌদ্রে শুকিয়ে নিচ্ছেন তাঁরা। সেইসঙ্গে চলছে পুজোর জন্য ব্যবহৃত অন্যান্য মাটির সামগ্রী তৈরির কাজও । আর এখন থেকেই কুমোরপাড়াতে দেখা যাচ্ছে প্রদীপের চাহিদা । তাই দ্রুত ব্যস্ততার সঙ্গে চলছে সেই প্রদীপ তৈরির কাজ ।