মেদিনীপুর, 22 জুলাই: এবার গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দেবে জঙ্গলমহলের মানুষ ৷ তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে শিক্ষিত করতে এগিয়ে এল মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ছয় মাসের হবে এই কোর্স ৷ তাতে শেখানো হবে এআই, চ্যাটজিপিটি, কম্পিউটার সাইন্সের যাবতীয় কোর্স, ঝুমুর ও আরও অনেক কিছু । সান্ধ্যকালীন হবে কোর্সের ক্লাস ৷ স্নাতক হলেই যেকেউ আবেদন করতে পারবেন এই কোর্সের জন্য । ফ্রি তিন হাজার টাকা ৷
এই বিষয়ে বিস্তারিতভাবে জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী । তিনি বলেন, "যুগের সঙ্গে তাল মিলিয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে গোটা বিশ্ব । আমরা চাই এই জঙ্গলমহলের পিছিয়ে পড়া মানুষ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে শিক্ষিত হয়ে উঠুক ৷ একে তারা তাহলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবে ৷ আগামিদিনে বিশ্বের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই জেলা ও রাজ্যের উন্নতি করবে তারাও । শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি-পরিবেশ বিজ্ঞানী এবং বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানি-সহ কর্পোরেট জগতেও এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে । যাতে যেকোনও কাজ হবে অত্যন্ত সহজ এবং খুব দ্রুত ।"
কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান বিশ্বপতি জানার কথায়, মূলত ছাত্র-ছাত্রীদের থেকে শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন ক্ষেত্রে কর্মরতদের কাজের ক্ষেত্রে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বেশি কাজে লাগবে । তাই তারাই বেশি এই কোর্স করতে আগ্রহী হয়েছে । আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কী, কেন, কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে সহজলব্ধভাবে হবে, এরই সঙ্গে চ্যাটজিপিটিও শেখানো হবে এই কোর্সে । অন্যদিকে সিসিএই-এর তত্ত্বাবধানে এই এআই কোর্স চালু অভিনব প্রয়াস বলে দাবি বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক অভিজিৎ রায়ের ।