মেদিনীপুর, 19 ডিসেম্বর : 'কৃষক বিরোধী অমিত শাহ মেদিনীপুর ছাড়ো' এই শ্লোগান লেখা পোস্টার ছড়াল মেদিনীপুর শহরে । এই পোস্টার ঘিরেই নতুন করে জল্পনা শুরু রাজনৈতিক মহলে । পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস ।
আর মাত্র কয়েক ঘণ্টার দেরী ৷ তারপরই মেদিনীপুর কলেজ মাঠে উপস্থিত হবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আর তাঁর উপস্থিতির জন্যই সাজো সাজো রব শহরজুড়ে । সভায় উপস্থিত হবেন তৃণমূল থেকে ছেড়ে আসা প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর সঙ্গী-সাথীরা । তাই এই সভা ঘিরে রীতিমতো উচ্ছ্বসিত বিজেপি ৷ কিন্তু তারই মধ্যে শহরে দেখা দিল অমিত শাহ বিরোধী পোস্টার । সেই পোস্টারে লেখা আছে 'কৃষক বিরোধী অমিত শাহ মেদিনীপুর ছাড়ো' , সঙ্গে আছে কৃষকদের হয়ে জয় গান ও নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস । এরকমই পোস্টার দেখা গেল মেদিনীপুর শহরের ব্যস্ততম এলাকা কেরানিতলা জজকোর্ট-সহ বিভিন্ন এলাকায় ।