মেদিনীপুর, 15 জানুয়ারি: সুদূর ইতালি থেকে ভারতে এলেন সন্তান দত্তক নিতে ৷ আন্তর্জাতিক দত্তক সংস্থা-আফার সাহায্যে মেদিনীপুরে এসে এক আদিবাসী অনাথ শিশুকে দত্তক নিলেন ইতালির দম্পতি ৷ তাঁদের একটি 7 বছরের মেয়ে রয়েছে ৷ তারপরেও আরেকটি সন্তান দত্তক নিতে ইতালির মিলান থেকে অনলাইনে আবেদন করেছিলেন ওই দম্পতি । এরপর আন্তর্জাতিক দত্তক সংস্থা (আফা)-র সাহায্যে মেদিনীপুরের সরকারি হোম থেকে 3 বছরের এক আদিবাসী শিশুকে দত্তক নিলেন তাঁরা ৷ ভিসা পাসপোর্ট সব তৈরি করে নিয়ে যান । সোমবার মেদিনীপুরে দত্তক নেওয়ার পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ওই শিশুকে ইতালিয় দম্পতির কাছে হস্তান্তর করেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি । উপস্থিত ছিলেন আফা-র আধিকারিক প্রতিনিধি সারা আন্দ্রিজ ৷
ঘটনাক্রমে জানা যায়, ইতালির মিলান এলাকার ইঞ্জিনিয়ার এলবাস্ত রিবনি । তাঁর স্ত্রী এলিজাবেথ ফাক্কো একজন ভিডিয়ো মেকার । তাঁদের একটি সাত বছরের একটি কন্যাসন্তান রয়েছে । এরপর আরও একটি সন্তান নেওয়ার জন্য উদ্যোগী হয়েছিলেন । সেই মতো ভারতবর্ষের পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমে থাকা অনাথ বাচ্চাদের সন্ধান পেয়েছিলেন তাঁরা ৷ সরকারি নিয়ম মেনে আন্তর্জাতিক দত্তক সংস্থার মাধ্যমে অনলাইনে আবেদন করেছিলেন তারা । গত 6 মাস আগে করা সেই আবেদনের বিভিন্ন রকম ভেরিফিকেশন শুরু হয় ।