মেদিনীপুর,17 এপ্রিল : কোরোনার জেরে লকডাউন দেশে । এই পরিস্থিতিতে গরিবরা যাতে দু'বেলা খেতে পায় সেজন্য BPL তালিকাভুক্তদের বিনা মূল্যে গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী । নিয়ম অনুযায়ী, এক্ষেত্রে উজ্জ্বলা যোজনার গ্রাহকরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্যাসের জন্য ঢোকা 767 টাকা তুলে গ্যাস বুকিং করবেন । যার জন্য তুলতে হবে দু'টি ফর্ম । ডিস্ট্রিবিউটরের থেকে এই ফর্ম তুলতে গিয়েই টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠল চন্দ্রকোনায় । চন্দ্রকোনা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও তাঁর অধীনে কাজ করা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে । অভিযোগ অস্বীকার করেছেন ব্যক্তি ।
লকডাউনে গরিবরা যাতে ঠিকমতো খেতে পান, তার জন্য় উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত প্রত্যেককে আগামী তিন মাস বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী । চলতি মাসের শুরু থেকে এর জন্য উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অ্যাকাউন্টে 767 টাকা করে ঢোকা শুরু হয়ে গেছে । নিয়ম অনুযায়ী, নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছ থেকে দু'টি ফর্ম নিয়ে, তা পূরণ করে সঙ্গে 767 টাকা জমা দিতে হবে । তাহলেই মিলবে বুকিং কোড । সেই মতো গ্যাস সিলিন্ডার পৌঁছে যাবে বাড়ি বাড়ি । চন্দ্রকোনা পৌরসভার বাসিন্দা ষষ্ঠীচরণ মণ্ডল 2 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রণজিৎ ভাণ্ডারির নির্দেশে ফর্ম দেওয়ার কাজ শুরু করেন । অভিযোগ, ফর্ম দু'টি দিতে 20 টাকা করে নিচ্ছেন ষষ্ঠীচরণ মণ্ডল । ঘটনার প্রতিবাদ করেন সুমন পান নামে স্থানীয় এক যুবক ।