মেদিনীপুর, 16 ডিসেম্বর : পরিবর্তন। ইন্ডোরের পরিবর্তে প্রকাশ্য সভায় হাজির হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শুধু সভায় ভাষণ দেবেন তা নয়, তিনি মন্দিরে পুজো দেবেন এবং কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন। সেই সভার প্রস্তুতি একপ্রস্থ ঘুরে দেখলেন বিজেপির জেলা ও রাজ্য নেতারা।
মুখ্যমন্ত্রীর সভার 12 দিনের মাথায় কলেজ কলেজিয়েট মাঠে সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই সভাকে সফল করতে এখন প্রস্তুতি তুঙ্গে। অমিতের সভা হওয়ার কথা ছিল ইন্ডোরে । মেদিনীপুর শহরের সুভাষ নগরের স্পোর্টস কমপ্লেক্সে এবং সেখানেই সাংসদ বিধায়ক বুথ মণ্ডলের সভাপতি সহ জেলা সভাপতিদের নিয়ে 2021-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হওয়ার কথা ছিল । কিন্তু, হঠাৎ কোনও কারণবশত ইন্ডোরের পরিবর্তে প্রকাশ্য সভা করার সিদ্ধান্ত নেয় বিজেপি। সেই কথা মতো মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা ঘিরে তাই চলছে প্রস্তুতি। তবে 2016 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে এসে কলেজ কলেজিয়েট মাঠের সভা মঞ্চ ভেঙে পড়েছিল। ভেঙে পড়েছিল একটি অংশের সামিয়ানা। ফলে এবারের সভায় সেক্ষেত্রে যাতে ত্রুটি-বিচ্যুতি না ঘটে সেদিকে খোঁজ রাখছে বিজেপি। তাছাড়া প্রকাশ্য সভাকে সফল করার জন্য হাজারের উপর বিজেপির স্বেচ্ছাসেবক থাকবেন এই সভা এবং সভামঞ্চের বাইরে। লোক আসবে দূর-দূরান্ত থেকে। সভামঞ্চে অমিত শাহ ছাড়া থাকবেন বিজেপির অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন:শুভেন্দু বিশ্বাসঘাতক, বললেন সৌগত ও কল্যাণ