ঘাটাল, 19 জুন: তাঁদের বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে এই অভিযোগ তুলে অভিযুক্তদের শাস্তির দাবিতে হাসপাতালে দেহ আটকে বিক্ষোভ দেখাল মৃতার পরিবার ৷ ঘটনাস্থলে গেলে ঘাটালের বিডিও এবং দাসপুর থানার ওসিকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে।
জানা গিয়েছে, বছর তিনেক আগে ঘাটাল থানার অজবনগর গ্রামের বাসিন্দা সাথী মাইতি(24) সঙ্গে দাসপুর থানার সুকুমার মাইতির বিয়ে হয়েছিল। মেয়ের মা জানিয়েছেন, তাঁদের আর্থিক পরিস্থিতি ছেলের বাড়ির তুলনায় অনেকটাই। অভিযোগ, এই কারণে বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত। এই প্রসঙ্গে মৃতার মা বলেন, "বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে মারধর করত।"
জানা যায়, শনিবার দুপুর নাগাদ মেয়ের বাপের বাড়িতে একটি নতুন নম্বর থেকে ফোন যায় ৷ ফোনে করে বলা হয় তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তড়িঘড়ি দাসপুর থানার গোপীনাথপুর মেয়ের বাড়িতে ছুটে আসেন মেয়ের বাপের বাড়ির লোকজন। সেখানে গিয়ে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন ৷ জানতে পারেন যে তাঁদের মেয়ের দেহ দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।